পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চম দফায় থাকবে রেকর্ড সংখ্যক QRT, জানালেন বিবেক দুবে - Central force

পঞ্চম দফায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে ১৪২ টি কুইক রেসপন্স টিম

ec

By

Published : May 1, 2019, 4:31 AM IST

Updated : May 1, 2019, 5:46 AM IST

কলকাতা, ১ মে : পঞ্চম দফার নির্বাচনে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন । ইতিমধ্যেই রাজ্যের ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । এছাড়াও থাকবে ১৪২ টি কুইক রেসপন্স টিম। কমিশনের সূত্র অনুযায়ী, দেশের কোনও রাজ্যে ৭ টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য এই পরিমাণ কুইক রেসপন্স টিম ব্যবহার করা হয়নি ।

এই দফায় নির্বাচন হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুরের মতো "স্পর্শকাতর" লোকসভা কেন্দ্রে । অতীতে আরামবাগ কেন্দ্রের অন্তর্গত খানাকুল, গোঘাটে অশান্তির ঘটনা ঘটেছে । তার উপর ব্যারাকপুরে অর্জুন সিং BJP প্রার্থী হওয়ায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে ।

এদিকে নির্বাচনের আগে আমডাঙায় উদ্ধার হয়েছে বোমা । এদিকে বনগাঁ সীমান্ত এলাকা এমনিতেই স্পর্শকাতর । যা চিন্তা বাড়িয়েছে কমিশনের ।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, প্রায় প্রতিটি বুথেই থাকবে ১০০% কেন্দ্রীয় বাহিনী । বুথের বাইরের গন্ডগোল মেটাতে থাকছে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম ।

Last Updated : May 1, 2019, 5:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details