কলকাতা, ১ মে : পঞ্চম দফার নির্বাচনে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন । ইতিমধ্যেই রাজ্যের ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । এছাড়াও থাকবে ১৪২ টি কুইক রেসপন্স টিম। কমিশনের সূত্র অনুযায়ী, দেশের কোনও রাজ্যে ৭ টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য এই পরিমাণ কুইক রেসপন্স টিম ব্যবহার করা হয়নি ।
এই দফায় নির্বাচন হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুরের মতো "স্পর্শকাতর" লোকসভা কেন্দ্রে । অতীতে আরামবাগ কেন্দ্রের অন্তর্গত খানাকুল, গোঘাটে অশান্তির ঘটনা ঘটেছে । তার উপর ব্যারাকপুরে অর্জুন সিং BJP প্রার্থী হওয়ায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে ।