কলকাতা, 23 জানুয়ারি : "এনাফ ইজ় এনাফ । পাঠানো চুক্তিপত্রে ক্লাব সই না করলে নতুন মরশুমে আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে থাকব না ।" এ-ভাবেই শনিবাসরীয় সন্ধ্যায় ক্ষোভ উগরে দিলেন বাঙ্গুর গোষ্ঠীর কর্তা । আইএসএলে এখন দল খেলছে, তাই ক্লাব বনাম বিনিয়োগকারীর দুই মেরুতে অবস্থান সামনে নিয়ে আসা হচ্ছে না । তবে ক্ষোভের ফল্গুধারা যে প্রচণ্ড গতিতে বইতে শুরু করেছে তা কান পাতলেই শোনা যাচ্ছে ।
ক্লাব প্রশাসনের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে । কিন্তু বিনিয়োগকারী সংস্থা বাঙ্গুর গোষ্ঠীর পাঠানো চুক্তিতে সই করার উদ্যোগ নেই ক্লাবের তরফে । ইতিমধ্যে চুক্তিপত্র কয়েকমাস আগেই পাঠানো হয়েছিল । তাতে স্বাক্ষর করার কোনও উদ্যোগ ক্লাব কর্তারা দেখাননি । ফলে বিনিয়োগকারী সংস্থা আর ধৈর্য ধরতে রাজি নয় । বাঙ্গুর গোষ্ঠীর ওই কর্তার কথায় " আমরা একটা পরিকল্পনা নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে গাটছড়া বেধেছিলাম । দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার পরিকল্পনা ছিল । কিন্তু তার বাস্তবায়ণ বোধ হয় সম্ভব নয় । তাই চলতি আইএসএলের পরে আমরাও সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন বল ক্লাবের কোর্টে । "
শুধু তাই নয় ক্লাব বনাম বিনিয়োগ সংস্থার টানাপোড়েনের প্রভাব সাজঘরের অন্দরে অল্প হলেও পড়তে শুরু করেছে । তাঁর কথায়, " এখন কোনও খবর চাপা থাকে না। ফুটবলাররা সকলেই ভবিষ্যৎ নিয়ে জানতে চাইছে। আমরা দীর্ঘমেয়াদি চুক্তি করতে পছন্দ করি । কিন্তু পরিস্থিতি যেদিকে তা যদি বদল না হয় তাহলে কোচ ফুটবলার সবার কাছে আমাদের পরিস্থিতি টা তুলে ধরতে হবে ।"