কলকাতা, 21 সেপ্টেম্বর: আশ্বিনের শারদপ্রাতে আকাশে বাতাসে মায়ের আগমন বার্তা এসে গিয়েছে ৷ হাতে মাত্র কয়েকটা দিন ৷ তারপরেই বঙ্গবাসী মেতে উঠবে শারোদোৎসব আনন্দে ৷ শুরু হয়ে গিয়েছে মণ্ডপ সজ্জার কাজও ৷ 75তম বর্ষে পদার্পণ করেছে বেহালা মিত্র সংঘের দুর্গাপুজো। এ বছর তাদের থিম 'মানত'। কেমন চলছে মণ্ডপ সজ্জার কাজ, দেখতে উপস্থিত হয়েছিল ইটিভি ভারতের ক্য়ামেরা ৷
মণ্ডপের ভিতরে ঢুকতেই দেখা যায়, শিল্পীরা নানা কাজে ব্যস্ত ৷ তবে অবাক হতে হয় অন্য বিষয় দেখে ৷ সম্প্রতি বেড়ে ওঠা ডেঙ্গির হাত থেকে রক্ষা পেতে উদ্যোক্তারা শিল্পীদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন মশারি ও মশা মারার ধূপের ৷ ফলে মশারির ভিতর বসেই শিল্পীরা ব্যস্ত নানা কারুকার্য নিয়ে ৷ পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যাঁরা কাজ করছেন, তাঁদের স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখা উচিত ৷ ক্লাবের তরফ থেকে নানা সেবামূলক কাজ করা হয়ে থাকে ৷ তাই যে সকল শিল্পীরা এখানে কাজ করছেন, তাঁরা যাতে কোনও ভাবে ডেঙ্গি আক্রান্ত না হয়ে পড়েন তাই মশারি ভিতর রঙ, তুলি নিয়ে নকশার কাজ করতে ব্যস্ত শিল্পীরা ৷
75 বছর বলে কথা ৷ তাই থিমেও অভিনবত্ব ৷ পুজো উদ্যোক্তা হেমন্ত মুখোপাধ্যায় বলেন, "উপজাতি সম্প্রদায়ের মধ্যে একটা হল ভিল উপজাতি ৷ তাঁরা অবলুপ্তির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে ৷ সেই সম্প্রদায়ের শিল্প, সংস্কৃতি, ভাবনা পুজো মণ্ডপে সজ্জার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ যাতে সাধারণ মানুষও এই সম্প্রদায়ের মধ্য দিয়ে ভারতীয় শিল্প ও সংস্কৃতির আর এক দিক দেখতে পান ৷ আমাদের পুরো প্যান্ডেল হচ্ছে মাটির কাজ দিয়ে ৷ প্রথম প্রস্তর যুগের কাছাকাছি সময়ে ভিল উপজাতিদের সভ্যতা শুরু হয়েছিল ৷ সেই সময়, পাথরের উপর মাটির প্রলেপ দিয়েই তৈরি হত ঘরবাড়ি ৷ সেই বিষয়টাকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যাতে দর্শনার্থীদের ভালো লাগে ৷"