কলকাতা, 20 সেপ্টেম্বর: উত্তর কলকাতার অন্যতম নামি পুজোর মধ্যে অন্যতম হাতিবাগান সর্বজনীন (Hatibagan Sarbojanin Durgotsav) । 88 তম বর্ষে এবার পদার্পণ এই পুজোর । আর এ বছরের হাতিবাগান সার্বজনীনের বিষয়-ভাবনা রূপায়ণ করছেন শিল্পী সঞ্জীব সাহা । এবার হাতিবাগান সর্বজনীন থিমের মাধ্যমে তুলে ধরছে বাংলার পুরোনো পটচিত্র শিল্পকে । প্রতিমার রূপ দিচ্ছেন সনাতন দিন্দা (Sanatan Dinda) ।
হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের ভিতর থেকে গেটের সামনে অবধি রাখা থাকবে পটচিত্র । দুই দেওয়ালেও ঝোলানো থাকছে বড় বড় পটচিত্র । পুরোনো লোকশিল্প, মহাকাব্য, লোকগাঁথা ঠাঁই পাবে এই মণ্ডপে । দেওয়াল জুড়ে ফুটে উঠবে দুর্গাপট, কালীপট, মনসাপটের রঙিন ছবি । এছাড়াও পটচিত্র শিল্পীদের নিজ কণ্ঠে শোনা যাবে লোকগান ৷ যা মণ্ডপে এক আলাদা পরিবেশ তৈরি করবে (Durga Puja 2022) ।
সঞ্জীব সাহার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার ছক ভাঙা নতুন আদলে প্রতিমা তৈরি করেছেন শিল্পী সনাতন দিন্দা । লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ফুটে উঠবে মায়ের পায়ের সামনে পটচিত্রে (North Kolkata Durga Puja) ।