পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে , 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরে

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে ৷ অন্যদিকে , উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়িতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে । মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ।

Weather
Weather

By

Published : Sep 13, 2020, 3:39 PM IST

কলকাতা , 13 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগের উপর তৈরি হয়েছে নিম্নচাপ । সেই সঙ্গে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এই দুইয়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আজ থেকেই ভারী বৃষ্টি শুরু হবে । তবে আমাদের রাজ্যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর ফলে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে ৷

সকাল থেকেই কলকাতা-সহ শহরতলিতে আকাশ মেঘলা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে ৷ আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

অন্যদিকে , উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়িতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে । মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে মালদা , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুরে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91 শতাংশ ও সর্বনিম্ন 54 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

ABOUT THE AUTHOR

...view details