পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়বাজার পার্কিং অন্যত্র সরানোর ভাবনাচিন্তা কলকাতা পৌরনিগমের - corona news updates

বড়বাজার -জোড়াসাঁকো-পোস্তা এলাকায় একাধিক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বোরো নম্বর চারকে। এবার বড়বাজার পার্কিং নিয়ে সংক্রমণের আশঙ্কা ।

ছবি
ছবি

By

Published : May 8, 2020, 10:00 PM IST

কলকাতা, 8 মে : কলকাতা পৌরনিগমের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বড়বাজার এলাকা। গত কয়েকদিনে বড়বাজার -জোড়াসাঁকো-পোস্তা এলাকায় একাধিক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । ইতিমধ্যেই এই বোরো নম্বর চারকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সংক্রমণের ঘটনা প্রতিদিনই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বড়বাজারের পার্কিং জ়োনকে অন্যত্র সরানোর চিন্তাভাবনা করছে কলকাতা পৌরনিগম।

বড়বাজারের এই এলাকায় ভিন রাজ্য থেকে নানা ট্রাক-লরি আসে । নানান পট্টিতে মালপত্র ওঠা-নামা হয়। চালক-খালাসিরাও ভিড় জমান । তাই কোথাও সংক্রমণের আশঙ্কা প্রবল । এবিষয়ে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, "ভিনরাজ্য থেকে ট্রাক-লরি আসছে বড়বাজার এলাকায়। ভিনরাজ্য থেকে আসা ওই ট্রাকগুলি থেকে মালপত্র ওঠা-নামানোরা কাজ করেন চালক খালাসিরা। তাই এই এলাকায় সংক্রমণের আশঙ্কাও প্রবল । তাই বিকল্প ভাবনাচিন্তা করছে কলকাতা পৌরনিগম।"

বড়বাজার অন্যত্র সরানোর পরিকল্পনা প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, "যদি বিকল্প জায়গার ব্যবস্থা করা যায়, তাহলে কোরোনা সংক্রমণ কিছুটা হলেও প্রতিরোধ করা যেতে পারে। যদি কোনও বিকল্প জায়গায় গাড়িগুলি এসে রাখা হয়, তাহলে চালক, খালাসিরা সেখানেই থাকবেন । অন্য কারও সঙ্গে মেলামেশা করবেন না । কয়েকজন গিয়ে মাল লোডিং-আনলোডিং করে, পরে তা বণ্টন করে দেবে। সংক্রমণ কিছুটা হলেও প্রতিরোধ করা যেতে পারে।"

ফিরহাদ হাকিম আরও বলেন, "কলকাতার নানা জায়গায় নানারকম সমস্যা রয়েছে। তাই কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের মাইক্রোপ্ল্যানিং করতে হচ্ছে । তাই বেলগাছিয়ায় যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা মেটিয়াব্রুজ এলাকায় যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বড়বাজারের ক্ষেত্রে তা করা সম্ভব নয়। তাই ক্ষেত্র বিশেষে নতুনভাবে ভাবনা-চিন্তা করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details