কলকাতা, 8 মে : কলকাতা পৌরনিগমের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বড়বাজার এলাকা। গত কয়েকদিনে বড়বাজার -জোড়াসাঁকো-পোস্তা এলাকায় একাধিক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । ইতিমধ্যেই এই বোরো নম্বর চারকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সংক্রমণের ঘটনা প্রতিদিনই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বড়বাজারের পার্কিং জ়োনকে অন্যত্র সরানোর চিন্তাভাবনা করছে কলকাতা পৌরনিগম।
বড়বাজারের এই এলাকায় ভিন রাজ্য থেকে নানা ট্রাক-লরি আসে । নানান পট্টিতে মালপত্র ওঠা-নামা হয়। চালক-খালাসিরাও ভিড় জমান । তাই কোথাও সংক্রমণের আশঙ্কা প্রবল । এবিষয়ে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, "ভিনরাজ্য থেকে ট্রাক-লরি আসছে বড়বাজার এলাকায়। ভিনরাজ্য থেকে আসা ওই ট্রাকগুলি থেকে মালপত্র ওঠা-নামানোরা কাজ করেন চালক খালাসিরা। তাই এই এলাকায় সংক্রমণের আশঙ্কাও প্রবল । তাই বিকল্প ভাবনাচিন্তা করছে কলকাতা পৌরনিগম।"