পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারকেলডাঙা থেকে ফের উদ্ধার হল হেরোইন

কলকাতার নারকেলডাঙা থেকে উদ্ধার করা হল হেরোইন ৷ ঘটনায় গ্রেপ্তার এক ৷

হাসিল মন্ডল

By

Published : Sep 24, 2019, 9:14 PM IST

কলকাতা , 24 সেপ্টেম্বর : কলকাতা থেকে ফের উদ্ধার করা হল মাদক ৷ নারকেলডাঙা থানা এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় 50 লাখের হেরোইন ৷ এই ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷

লালবাজার সূত্রে খবর , গোয়েন্দারা বেশ খবর পাচ্ছিলেন নদিয়া থেকে কয়েকদিন ধরে কলকাতায় হেরোইন ঢুকছে ৷ সূত্র মারফত গোয়েন্দারা গতকাল রাতে খবর পায় যে এক ব্যক্তি নদিয়া থেকে মাদক নিয়ে এসেছে শহরে ৷ এরপরই দ্রুত সেখানে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকটিক সেলের অফিসাররা ৷ ঘটনার সঙ্গে জড়িত হাসিল মণ্ডল নামে এক ব্যক্তিকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার করে তারা ৷ হাসিল কালীগঞ্জের পলাশি এলাকার বাসিন্দা ৷ তার কাছ থেকে উদ্ধার হয় 410 গ্রাম হেরোইন ৷

কয়েক দিন আগে কালীগঞ্জের শান্তিপদ পাল নামে এক ব্যক্তি হেরোইন পাচার করতে এসেছিলেন নারকেলডাঙাতেই । তার কাছে উদ্ধার হয়েছিল 45 লাখের হেরোইন । তখন থেকেই চলছিল এই চক্রের খোঁজ । লালবাজার সূত্রের খবর, ওই ঘটনার সূত্র ধরেই গ্রেপ্তার করা হল ওই পাচার চক্রের আরও একজনকে ।

এই ঘটনায় গোয়েন্দারা জানাচ্ছেন, একটা সময় নদিয়ার বড় অংশে বেআইনিভাবে পোস্ত চাষ করা হত । নারকটিক কন্ট্রোল ব্যুরোর রিপোর্টে অনুযায়ী একটা সময় জেলার বড় অংশ ছিল পোস্ত চাষের 'রেড এরিয়া' । বারবার ধরপাকড় চালিয়ে সেই ঘটনা কিছুটা কমে গিয়েছিল ৷ তবে কি ফের নদিয়ায় শুরু হয়েছে পোস্ত চাষ? ধৃতকে জিজ্ঞাসা করে সূত্র জানার চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details