কলকাতা, 23 ডিসেম্বর:সঙ্গীতপ্রেমীদের জন্য আবারও শুরু হতে চলেছে ডোভার লেন মিউজিক কনফারেন্স (Dover Lane Music Conference) ৷ গতবার এপ্রিল মাসে অনুষ্ঠিত হলেও এবার জানুয়ারি (2023) মাসেই আয়োজিত হবে উচ্চাঙ্গ সঙ্গীতের এই মহোৎসব ৷ এবার 71 বছরে পা দিচ্ছে এই অনুষ্ঠান ৷ আগামী বছরের 22 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলবে এই কনফারেন্স ৷ পণ্ডিত কুমার বোস, উস্তাদ রশিদ খান থেকে শুরু করে হরিপ্রসাদ চৌরাসিয়া-সহ অনেকেই এবারের মঞ্চে অনুষ্ঠান করবেন ৷
মিউজিক কনফারেন্সের গভর্নিং বডির অন্যতম সদস্য কুণাল মজুমদার জানান, "এবার 22 জানুয়ারি ডোভার লেন কনফারেন্সের উদ্বোধন হবে ৷ যা চলবে 25 জানুয়ারি পর্যন্ত ৷ প্রতিবারের মতোই রবীন্দ্রসরোবরের নজরুল মঞ্চে হবে এই অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠান মূলত রাতভর চললেও উদ্বোধনী অনুষ্ঠান হবে দিনে ৷ প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে ৷ তবে তিনি কোনওবারই আসতে পারেননি ৷ আশা করছি, এবার হয়তো তিনি আসবেন ৷ এবার অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রখ্যাত তবলাবাদক পন্ডিত কুমার বোস ৷ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে সংগীত সম্মানে ভূষিত করা হবে ৷"
আরও পড়ুন:চলচ্চিত্র উৎসবের শেষবেলাতেও সিনেমাপ্রেমীদের উপচে পড়া ভিড় নন্দনে