কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিভিন্ন জায়গায় অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছে। ঝামেলা পাকানোর চেষ্টা চলছে। গুজবে কান দেবেন না। এরকম কিছু খবর পেলে পুলিশকে জানান। পুলিশ অ্যাকশন নেবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন ADG(আইনশৃঙ্খলা) অনুজ শর্মা।
গুজবে কান দেবেন না, পুলিশকে জানান : অনুজ শর্মা - rumors
অনেকে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। গুজবে কান দেবেন না। এরকম কিছু খবর পেলে পুলিশকে জানান। পুলিশ অ্যাকশন নেবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন ADG(আইনশৃঙ্খলা) অনুজ শর্মা।
১৪ ফেব্রুয়ারি দুপুরে পুলওয়ামায় CRPF কনভেয় হামলা চালানো হয়। শহিদ হন ৪৫ জন জওয়ান। এরপর সোশাল সাইটে শহিদ সেনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে অনেকে। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। মারধরও করা হয় অনেককে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ADG(আইনশৃঙ্খলা) অনুজ শর্মা বলেন, "কয়েকজন ঝামেলা পাকাতে চাইছে। কোথাও কোথাও হামলা হচ্ছে। গন্ডগোল পাকানো হচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে। সোশাল মিডিয়াকে ব্যবহার করে ছড়ানো হচ্ছে ফেক নিউজ়। এব্যাপারে পুলিশ কড়া পদক্ষেপ নেবে।" তিনি আরও বলেন, "বিভিন্ন জায়গায় ছেলেধরার গুজব ছড়ানো হচ্ছে। গুজবে কান দেবেন না।"
আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে BJP ও RSS গুজব ছড়াচ্ছে বলে আক্রমণ করেন তিনি। বলেন, "সবাই শান্তি বজায় রাখুন। কেউ কোনও ভুয়ো খবরে কান দেবেন না। RSS, BJP সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে। আতঙ্কবাদীর কোনও ধর্ম হয় না।" পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এরপরই সাংবাদিক বৈঠক করেন ADG(আইনশৃঙ্খলা) অনুজ শর্মা।