কলকাতা, 3 জানুয়ারি : রাতে ভালো ঘুম হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের । সকালে তাঁর অক্সিজেনের সাপোর্ট খোলা হয়েছে । ইসিজি করে সন্তোষজনক রিপোর্ট পাওয়া গিয়েছে । টোস্ট, ছানা, কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করেছেন । ভালো আছেন বোর্ড প্রেসিডেন্ট । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানা গিয়েছে ।
দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে গতকাল দুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । আজ সকালে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । গতকাল রাতে তাঁর ভালো ঘুম হয়েছে । রক্তচাপ, পালস, শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে । রবিবার সকালে ইসিজি করেও দেখা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক । তিনি কথা বলছেন ।