পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Actor Tathagata Mukherjee : ‘'ভয় বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে', মত অভিনেতা তথাগতর - গোপনে মদ ছাড়ান

চলতি বছরের 11 অগাস্ট মাসে মুক্তি পাবে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভটভটি'। পরিচালক বানাচ্ছেন আরও একটি সিনেমা 'গোপনে মদ ছাড়ান'। যার শ্য়ুটিং শেষ করেছেন সম্প্রতি ( Actor Tathagata Mukherjee )।

Actor Tathagata Mukherjee
‘‘প্যনিক বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে’’

By

Published : Jun 19, 2022, 10:40 PM IST

কলকাতা,19 জুন :রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা ৷ এই পরিস্থিতি মোকাবিলায় কেমন সাবধানতা মেনে চলা হচ্ছে তার খবর নিতে টলি পাড়ায় যোগাযোগ করা হয়েছিল ৷ করোনা নিয়ে মুখলেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ তাঁর কথায়, করোনা নিয়ে প্যানিক না করাই ভাল (Do not make panic for covid19 say actor Tathagata Mukherjee) ৷

অভিনেতা এবং পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানান, করেনা মানুষের জীবনযাত্রা অনেকটাই বদলে দিয়েছে ৷ করোনা শিখিয়েছে সাবধান হতে, নিজের কাজ নিজেকে করে নিতে, ঘরে বসে কীভাবে একটা কোম্পানি চালিয়ে নিয়ে যাওয়া যায়, ঘরে বসে কীভাবে অফিসের আট-নয় ঘণ্টার ডিউটি সেরে ফেলা যায়। সেইসঙ্গে শিখিয়েছে কীভাবে ঘরে বসে শ্যুটিং করা যায়। আবার এই করোনাকালেই অনেকে প্রকাশ করতে পেরেছেন নিজেদের সুপ্ত প্রতিভা। তবে করোনাকালে মানুষের মধ্যে ভয়ের প্রবণতা বেড়ে গিয়েছে ৷

এইপ্রসঙ্গেই তিনি বলেন, ‘‘ সরকার থেকে ফ্লোরে এসে যা যা বলা হয়েছিল যেমন স্যানিটাইজ করে সেটে ঢুকবে, প্রত্যেকে মাস্ক পরে ঢুকবে, ফ্লোর স্যানিটাইজ করা হবে- সেরকমই মেনে চলা হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। এখন আবার বলা হয়েছে মাস্কের দরকার নেই। ফলে সেভাবেই কাজ হচ্ছে। তবে এখন আর মাস্ক পরার বালাই নেই। স্যানিটাইজেশনটা মানুষের রিফ্লেক্সে কাজ করে এখন। স্যানিটাইজারটা কম বেশি লোকজন এখনও করে। বারবার করে অনেকে। নিজের সাবধানতার জন্য করে। কেন্দ্র ও রাজ্য সরকারের গাইড লাইন মেনে কাজ হচ্ছে এখন ফ্লোরে। সবার টিকাকরণ হয়ে গিয়েছে। ফলে, আমরা এখন খুব নিরাপদভাবে এবং নিরাপদ জায়গায় কাজ করি বলে আমার মনে হয়।’’
আরও পড়ুন : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত পেরোল 350

করোনার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘লোকজন বলছে বাড়ছে করোনা। আমি ওয়াকিবহাল নই। লোকজন ভয়ের পরিবেশ তৈরি করে একটু আনন্দ পায়। প্যানিক করলে বিজনেস বাড়বে। টিকা নিয়েছি। ফলে শারীরিকভাবে অধিকাংশই সবল আমরা। এর মাঝে আরও একটা কথা বলি, আমার হয়নি এখনও করোনা। সবাইকে বলব, প্লিজ ভয় পাবেন না। প্যানিক করবেন না, আর প্যানিক বাড়াবেন না। আপনার ভয় বাড়লে অন্যের বিক্রি বাড়বে। জিনিসপত্রের দাম বাড়বে। তাতে আপনারই ক্ষতি হবে। ’’

ABOUT THE AUTHOR

...view details