কলকাতা, 17 নভেম্বর : বছরভর তাঁকে শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে দেখেই অভ্যস্ত আম জনতা ৷ বিতর্কিত ও বেফাঁস মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছেন অনেকবার ৷ আজ সেই চেনা দিলীপ ঘোষ বিধানসভায় মন্ত্রীদের ঘরে ৷ পরিষদীয় দলের বৈঠকে মঙ্গলবার বিধানসভায় গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তার পাশপাশি মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল তাঁকে ৷
পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মলয় ঘটকের ঘরে গিয়ে বসে রীতিমতো গল্পগুজব করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ৷ রাজনীতির ময়দানে চুলোচুলির বাইরে সৌজন্য বিনিময়ের এই দৃশ্য সত্যিই মুগ্ধকর ৷ ফিরহাদ হাকিমের ঘরে যেতেই এক মুখ হাসি নিয়ে নমস্কার ও করমর্দন ৷ তারপরেই মন্ত্রীর কথা, "আরে এ তো আমাদের বিধানসভার পুরনো লোক ৷ এখন এখানে নয় পার্লামেন্টে বসেন ৷"