পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tathagata Roy: এ বার কাঠগড়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আচমকাই দিলীপের সহমর্মী তথাগত

দলকে চাঙ্গা রাখতে নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চেয়ে দিলীপকেই এগিয়ে রাখছেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ এমনকি সভাপতি পদে দিলীপকে ফেরানোর দাবিও উঠছে ৷ সেই পরিস্থিতিতে এক সময় বাংলায় বিজেপির সভাপতিত্ব সামলানো তথাগতর মন্তব্য অর্থবহ বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা ৷

Dilip Ghosh turned into a helpless pawn by central leaders during Elections, says Tathagata Roy
তথাগত রায় ৷

By

Published : Nov 13, 2021, 1:33 PM IST

কলকাতা, 13 নভেম্বর: প্রাক্তন এবং নবনিযুক্ত সভাপতির মধ্যে মতানৈক্যের খবর ঘুরছে রাজ্য বিজেপির অন্দরে ৷ তার মধ্যেই দিলীপ ঘোষের প্রতি নরম হতে দেখা গেল মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বাংলায় বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে ৷ কটাক্ষের পরিবর্তে দিলীপকে নিয়ে সহমর্মিতার সুর ধরা পড়ল তাঁর গলায় ৷ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ধরাশায়ী হওয়ার পিছনে দিলীপের চেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা অনেক বড় ছিল বলে এবার মন্তব্য করলেন তিনি ৷

বিগত কয়েক দিন ধরে লাগাতার একে অপরকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তথাগত এবং দিলীপকে ৷ কখনও দিলীপের ইংরেজি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তথাগত, কখনও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে দিলীপের ‘বারমুডা পরুন’ মন্তব্যের সমালোচনা করেছেন ৷ পাল্টা তথাগতকে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিতে দেখা যায় দিলীপকে ৷

আরও পড়ুন: TMC :'আমরা সবাই দিদির সমর্থক, আমাদের পতাকার রং গেরুয়া', সুব্রতর স্মরণসভায় বেফাঁস দলীয় বিধায়ক

কিন্তু শনিবার টুইটারে একেবারে অন্য সুর ধরা পড়ে তথাগতর গলায় ৷ তিনি লেখেন, ‘যত বেশি তথ্য জানছি, ততই দিলীপ ঘোষের প্রতি সহানুভূতি হচ্ছে ৷ এখানে মোতায়েন কেন্দ্রীয় নেতৃত্বের (কেএসএ টিম) হাতে অসহায় বোড়েতে পরিণত হয়েছিলেন তিনি ৷ দিলীপ কার্যত তা-ই বলেছেন ৷ বাংলায় বিজেপির আত্মঘাতী হওয়ার পুরো কাহিনী ধীরে ধীরে সামনে আসছে ৷’

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তিন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ এবং অরবিন্দ মেননকে এরাজ্যে ভোটের বৈতরণী পার করে দেওয়ার দায়িত্ব সঁপেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ৷ তাঁদের একের পর এক আত্মঘাতী সিদ্ধান্তেই বাংলায় বিজেপির ক্ষমতাদখলের স্বপ্ন অধরা থেকে গিয়েছে বলেও আগেও অভিযোগ করেছেন তথাগত ৷ টুইটে ওই ত্রয়ীকেই ‘কেএসএ টিম’ বলে তিনি কটাক্ষ করেছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:Udayan Guha : সিতাইয়ে গুলি চালানোর ঘটনায় বিএসএফকেই কাঠগড়ায় তুললেন উদয়ন

তবে তথাগত একাই নন, বিজেপির অন্দরেও নির্বাচনী পরাজয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনাই প্রতিধ্বনিত হচ্ছে ৷ দলের একাংশের যুক্তি, ভোটের সময় দিলীপকে কার্যত ঠুঁটো করে রেখে, হর্তাকর্তা হয়ে উঠেছিলেন কেন্দ্রীয় নেতারাই ৷ যাবতীয় সিদ্ধান্ত তাঁরাই নিতেন ৷ কিন্তু পরাজয়ের পর খাঁড়া নেমে এল দিলীপের উপর ৷ রাজ্য সভাপতির পদ থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত আদৌ যুক্তিযুক্ত নয় ৷

শুধু তাই নয়, রাজ্য সভাপতির পদ চলে গেলেও, এখনও একাহাতেই বিজেপির সব সমস্যা সামাল দিচ্ছেন দিলীপ ৷ ভোটের আগে ধুমধাম করে যাঁদের স্বাগত জানানো হয়েছিল, তাঁরাই একে একে দল ছাড়ছেন ৷ এর ফলে মনোবল হারাচ্ছেন দলের তৃণমূল স্তরের কর্মীরা ৷ এমন পরিস্থিতিতে দলকে চাঙ্গা রাখতে নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চেয়ে দিলীপকেই এগিয়ে রাখছেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ এমনকি সভাপতি পদে দিলীপকে ফেরানোর দাবিও উঠছে ৷ সেই পরিস্থিতিতে এক সময় বাংলায় বিজেপির সভাপতিত্ব সামলানো তথাগতর মন্তব্য অর্থবহ বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details