পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip slams Mahua Moitra: সংসদের গরিমা নষ্ট করেছেন মহুয়া, অভিযোগ দিলীপের

Dilip Ghosh Slams Mahua Moitra: ঘুষের বদলে প্রশ্ন ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কটাক্ষ করলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ মেদিনীপুরের সাংসদের অভিযোগ, সংসদের গরিমা নষ্ট করেছেন মহুয়া মৈত্র ৷

Dilip Ghosh Slams Mahua Moitra
Dilip Ghosh Slams Mahua Moitra

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 2:50 PM IST

সংসদের গরিমা নষ্ট করেছেন মহুয়া, অভিযোগ দিলীপের

বিধাননগর, 21 অক্টোবর: ঘুষের বদলে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ সেই নিয়ে শনিবার কৃষ্ণনগরের সাংসদকে কটাক্ষ করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, মহুয়া মৈত্র সংসদের গরিমাকে নষ্ট করেছেন ৷

মহাসপ্তমীতে কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে এ দিন হাজির হন বিজেপির একাধিক নেতা ৷ সেই নেতাদের মধ্যেই ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷

বিমানবন্দরের বাইরে তাঁকে মহুয়া মৈত্রকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক সম্বন্ধে প্রশ্ন করা হয় ৷ সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘কোনও বিতর্ক নেই ৷ এমন একটা কাজ উনি করেছেন, রাজনীতির ময়দানে এসে সংসদীয় পরম্পরাকে পদদলিত করছেন । ওই দলের একাধিক সাংসদ সাসপেন্ড হয়েছেন, ওঁর ব্যবহার একাধিকবার সমালোচিত হয়েছে সংসদের ভেতরে । এখন যেটা করেছেন, সেটা এথিক্স ভেঙেছেন, সংসদীয় পরম্পরাকে ভেঙেছেন, গরিমাকে নষ্ট করেছেন । এটা এথিক্স কমিটিতে গিয়েছে ৷ উনি যাচ্ছেন কোর্টে৷ কোর্ট কি ওনার সম্মান রক্ষা করবে, যারা দেশের সম্মান রক্ষা করে না !’’

উল্লেখ্য, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার এবং সংসদের ওয়েবসাইটে তাঁর ব্যবহারের জন্য দেওয়া লগ-ইন আইডি ও পাসওয়ার্ড অন্য এক ব্যবসায়ীকে দেওয়ার অভিযোগ করেন ৷ তিনি এই নিয়ে চিঠি লেখেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ৷ এর পর বিষয়টি চলে যায় সংসদের এথিক্স কমিটির কাছে ৷ আগামী 26 অক্টোবর সংসদের এথিক্স কমিটি নিশিকান্ত দুবে-কে তলব করেছে ৷

ওই দিনই ডাকা হয়েছে আইনজীবী জয় আনন্দ দেহদরাইকেও ডাকা হয়েছে ৷ কারণ, তাঁর কাছ থেকেই তথ্য পেয়েছেন বলে নিশিকান্ত দুবে দাবি করেছেন ৷ ফলে এই নিয়ে বিজেপি লাগাতার মহুয়া মৈত্রের বিরুদ্ধে আক্রমণ করছে ৷ মহুয়া অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ৷ আদালতে মানহানির মামলাও করেছেন ৷

তাৎপর্যপূর্ণ ভাবে এই বিষয় নিয়ে এখনও নীরব তৃণমূল কংগ্রেস ৷ তাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ ফলে তৃণমূল মহুয়ার পাশে আছে নাকি নেই, সেই বিষয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে ৷

আরও পড়ুন:মহুয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দুর! 'কাজ চলছে', বললেন ধর্মেন্দ্র প্রধান

ABOUT THE AUTHOR

...view details