বিধাননগর, 21 অক্টোবর: ঘুষের বদলে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ সেই নিয়ে শনিবার কৃষ্ণনগরের সাংসদকে কটাক্ষ করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, মহুয়া মৈত্র সংসদের গরিমাকে নষ্ট করেছেন ৷
মহাসপ্তমীতে কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে এ দিন হাজির হন বিজেপির একাধিক নেতা ৷ সেই নেতাদের মধ্যেই ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷
বিমানবন্দরের বাইরে তাঁকে মহুয়া মৈত্রকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক সম্বন্ধে প্রশ্ন করা হয় ৷ সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘কোনও বিতর্ক নেই ৷ এমন একটা কাজ উনি করেছেন, রাজনীতির ময়দানে এসে সংসদীয় পরম্পরাকে পদদলিত করছেন । ওই দলের একাধিক সাংসদ সাসপেন্ড হয়েছেন, ওঁর ব্যবহার একাধিকবার সমালোচিত হয়েছে সংসদের ভেতরে । এখন যেটা করেছেন, সেটা এথিক্স ভেঙেছেন, সংসদীয় পরম্পরাকে ভেঙেছেন, গরিমাকে নষ্ট করেছেন । এটা এথিক্স কমিটিতে গিয়েছে ৷ উনি যাচ্ছেন কোর্টে৷ কোর্ট কি ওনার সম্মান রক্ষা করবে, যারা দেশের সম্মান রক্ষা করে না !’’