জনসংযোগে অভিষেকের কার্পেটে হাঁটাকে কটাক্ষ দিলীপের জলপাইগুড়ি, 29 এপ্রিল:পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামের মানুষের কাছে পৌঁছতে সম্প্রতি জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় জেলায় দু'মাসব্যাপী শাসকদলের যুবরাজের এই কর্মসূচি এখন চর্চায় রাজ্য-রাজনীতিতে ৷ আরও ভালো করে বলতে গেলে জনসংযোগকে কেন্দ্র করে অভিষেকের জন্য এলাহি আয়োজনের চর্চা জনমানসে ৷ জনসংযোগে গিয়ে কখনও লাল, কখনও আবার সবুজ কার্পেটে পা রাখছেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। অভিষেকের এই মাটিতে পা না-পড়া নিয়েই এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ যার পালটা দিলেন তৃণমূলের যুবরাজ ৷
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "পয়সা খরচা করে সর্বভারতীয় পার্টি হওয়া যায় না ৷ কিন্তু ওনারা করছেন ৷ গরিব মানুষের রাস্তা নেই, বাড়ি পাচ্ছে না ৷ আর ওনারা কোটি কোটি টাকা খরচা করে পার্টির অনুষ্ঠান করছেন ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কার জন্য করছেন এগুলো ৷ মানুষ বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছে না বলেই গণ্ডগোল হচ্ছে ৷"
অভিষেক তথা তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "মাটি থেকে যদি জীবাণু ঢোকে। পায়ে যদি সংক্রমণ হয়। যুবরাজের পায়ে যদি সেপটিক হয়, তাই মাটিতে পা দেওয়ার স্পর্ধা নেই। মাটি তো রক্তে লাল। শ'য়ে শ'য়ে মানুষ খুন হচ্ছে। তাই তো গ্লাভস পরে আদিবাসী মায়েদের হাত ধরে ডান্স করেন উনি। পাছে যদি নোংরা লাগে। দিদিভাই স্লোগান দিয়েছিল মা-মাটি জিন্দাবাদ। এখন রক্তে লাল হয়ে গেছে সেই মাটি ৷ মাটিতে পা-দেওয়ার মতো স্পর্ধা নেই। কলকাতা থেকে ফূর্তি করতে আসছেন। এসি গাড়ি, এসি তাবু ৷ এত টাকা কোথা থেকে আসে। মাটিতে পা দেওয়ার স্পর্ধা যার নেই, তিনি মানুষের সেবা করবেন ? মানুষ যেমন ভোট দিতে পারে তেমন ছুড়ে ফেলে দিতেও পারে।"
আরও পড়ুন:'বহিরাগত সমস্যা নিয়ে নীতীশের কাছে নালিশ করেছেন?' মমতাকে কটাক্ষ তথাগত'র
পালটা অভিষেক বলেন, "ওদেরকে বলছি ওরাও যাক, মাঠে নামুক, বাড়ি বাড়ি যাক ৷ বারণ তো করছি না ৷ 11 লক্ষ 36 হাজার লোকের টাকা আটকে রেখেছে ৷ বাড়ি বাড়ি গিয়ে দেখুক কোথায় দুর্নীতি হয়েছে ৷ ওদের হাতে ইডি রয়েছে, সিবিআই রয়েছে ৷ তদন্ত করে প্রমাণ করুক দুর্নীতি ৷ আমি কার্পেটে হাঁটি, মাটিতে হাঁটি; হাঁটছি তো ৷ ওরাও হাঁটুক না ৷"