কলকাতা, 12 ডিসেম্বর : তৃণমূলের মুখপত্রে কবি জয় গোস্বামীর মমতা স্তুতি ফিরহাদ হাকিমের প্রশংসা প্রসঙ্গে রাজ্যের সুশীল সমাজের একাংশকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ((Dilip Ghosh Criticises Intellectuals) ৷ তাঁর কটাক্ষ,"প্রশংসা যে কেউ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেকের প্রশংসা করেছেন ৷ বুদ্ধিজীবী, সুশীল সমাজের লোকজন যারা ছবি আঁকতেন তাঁরা আজকে কোথায়? তাঁদের পেট ভরে গেছে। যাঁদের পেট ভরেনি তাঁরা আবার শুরু করেছেন।" রবিবার বেহালায় 123 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্যের সমর্থনে প্রচারে যান দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷
এদিন দিলীপবাবু আরও বলেন, "দেশের বড় বড় কর্পোরেশন চালানোর অভিজ্ঞতা বিজেপির আছে। তাই আমরা চাই মানুষের সেবা করতে। আধুনিক কলকাতা তৈরি করতে চাই। আমরা চাই কলকাতার সমস্যার সমাধান হোক ৷ সিপিএম অনেক বছর চালিয়েছে, তারপর টিএমসি প্রায় 15 বছর। কিন্তু আসল সমস্যার সমাধান এখনও পর্যন্ত হয়নি। তার সঙ্গে হিংসা, দুর্নীতি তো রয়েছেই। আমরা 50 জন মহিলাকে প্রার্থী করেছি। "