পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh over TMC: পশ্চিমবঙ্গে শুটআউট এখন স্বাভাবিক ঘটনা, কটাক্ষ দিলীপের - শুটআউট এখন পশ্চিমবঙ্গের

উত্তপ্ত বঙ্গ রাজনীতি ৷ তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি থেকে কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর রেশ এখনও কাটেনি ৷ আজ আবার মন কি বাতের একশোতম পর্ব ৷ কী বললেন দিলীপ ঘোষ ?

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Apr 30, 2023, 11:46 AM IST

Updated : Apr 30, 2023, 12:38 PM IST

নিউটাউনে ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি নেতা দিলীপ ঘোষ

কলকাতা, 30 এপ্রিল: প্রতিদিনের মতো আজও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ৷ সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই ৷ পাশাপাশি কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ ওই ঘটনার অব্যবহিত পরে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে খুন করেছে বলে দাবি করেছে বিজেপি ৷ এরইমধ্যে আজ মন কি বাতের 100তম পর্ব ৷ এরকমই একাধিক বিষয়ে সাংবাদিকদের তাঁর মতামত জানালেন মেদিনীপুরের সাংসদ ৷

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ তারপরে মৃত্যুঞ্জয় বর্মনকেও পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ ৷ এই সবকিছুর পর সেখানকার আইসিকে বদল করা হয়েছে ৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, আইসির কাছেই অপরাধী স্বীকার করেছে যে সে ধর্ষণ করেছে ৷ এদিকে আইসি বয়ান দিচ্ছেন এটা আত্মহত্যার ঘটনা ৷

সম্প্রতি গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রতি তাঁর আস্থা আছে ৷ দল তাঁর পাশে আছে ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, যাঁরা ধরা পড়েছেন সবাই বলছেন ৷ তিনি টাকা তুলে দলকেও দিয়েছেন ৷ নেতাদেরও দিয়েছেন ৷ দল কত দূর বা কত পাশে আছে, সেটা ভবিষ্যতে বোঝা যাবে ৷

আসানসোলের জামুড়িয়ায় বিজেপি কর্মী রাজেন্দ্র কুমার সাউকে প্রকাশ্য দিবালোকে শ্যুট আউট প্রসঙ্গে বিজেপি নেতা জানান, পশ্চিমবাংলায় শ্যুট আউটের ঘটনা স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ বিশেষত করে কোল বেল্ট এলাকা ৷ জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন প্রকাশ্যে বলেছেন, তৃণমূলের মধ্যে চোর আছে ৷ এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ জানান, সেটা ওদের পার্টির ব্যাপার ৷

মন কি বাত-এর 100তম পর্ব দেশের 16টি জায়গায় সরকারি ভাবে শোনার ব্যবস্থা করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে সাড়ে দশ লক্ষ বুথ আছে ৷ রাজ্যে 50 শতাংশের বেশি বুথে প্রোগ্রাম করা হবে ৷ অন্য রাজ্যগুলিতেও সব বুথেই হবে ৷ এই টার্গেটে দেখা যাবে একটা বিশ্ব রেকর্ড হবে ৷ বেশির ভাগ বুথে 100 জনের বেশি সাধারণ মানুষ উপস্থিত থাকবেন ৷ যাঁরা শোনেন, তাঁদের অনেকে ভুলে যান ৷ সেই জন্য সবাইকে এক জায়গায় বসিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত-এর 100তম পর্বটি শোনানোর ব্যবস্থা করা হয়েছে ৷ এটি বিশ্ব রেকর্ড তৈরি করবে ৷ বিশ্বের কোনও নেতা এই ধরনের অনুষ্ঠানের 100তম এপিসোড করতে পারেননি ৷ মানুষের সাড়াও পাওয়া যায়নি ৷ দেশের একশো কোটির বেশি মানুষ এটা শোনেন বলে দাবি করেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: মন কি বাতের 100তম এপিসোডে নাগরিকদের সরাসরি যোগদানের আহ্বান মোদির

Last Updated : Apr 30, 2023, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details