কলকাতা, 27 সেপ্টেম্বর : ভবানীপুরে দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা ৷ আজ সকালে ভবানীপুরে প্রচারে যান দিলীপ ঘোষ ৷ অভিযোগ, সেইসময় তৃণমূলের কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে ৷ দিলীপ ঘোষকেও হেনস্থা করা হয়ে বলে অভিযোগ ওঠে ৷ বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় ৷
30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ৷ আর আজ তার প্রচারের শেষ দিন ৷ সেক্ষেত্রে, প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও দলই ৷ বিজেপির তরফে, আজ ভবানীপুরে প্রচারে যান দিলীপ ঘোষ ৷ যদুবাবুর বাজারে লিফলেট বিলি করছিলেন তিনি ৷ অভিযোগ, সেইসময় হঠাৎ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দিলীপ ঘোষকে রীতিমতো ধাক্কা দেওয়া হয় ৷ স্লোগান ওঠে 'জয় বাংলা' ৷ পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান দেন দিলীপ ঘোষ ৷ এমনকী, বিক্ষোভকারীদের দিকে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা বন্দুক তাক করে বলে অভিযোগ ৷ বিজেপির কয়েকজন কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে ৷
আরও পড়ুন,Priyanka Tibrewal : ভবানীপুরে প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার