কলকাতা, 14 জুন : দাবি এখন একটাই । মুখ্যমন্ত্রীকে আসতে হবে NRS-এ । দিতে হবে প্রতিশ্রুতি । যতক্ষণ না তিনি আসছেন, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা । একদিকে, আন্দোলনকারীদের "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান । আর অন্যদিকে ওই অসহায় মুখগুলি । হাতজোড় করে ওদের আবেদন, আসুন দিদি । আপনি এলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে ।
মুর্শিদাবাদ থেকে এসেছেন মহম্মদ ইসমাইল । ছেলের লিভারের সমস্যা । ভরতি আছেন NRS-এ । চিকিৎসা হচ্ছে না । হবেই বা কী ভাবে ? জুনিয়র ডাক্তারদের সঙ্গে অন্য চিকিৎসকরাও তো আন্দোলনে নেমেছেন । গতকাল স্বাস্থ্য দপ্তরের কড়া চিঠি পৌঁছেছে । আজ NRS-এ খোলা হয়েছে এমারজেন্সি । ওই পর্যন্তই । চিকিৎসা শুরু হয়নি । ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিজন পড়ে রয়েছেন বিনা চিকিৎসায় ।
এই সংক্রান্ত খবর :17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক, যোগ দেবেন সাড়ে 3 লাখ চিকিৎসক
বীরভূম থেকে আসা রহিম আলির অভিজ্ঞতাও তাই । শ্বশুরমশাই ভরতি রয়েছেন NRS-এ । হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর । এখন প্রয়োজন অস্ত্রোপচারের । তার দিনও ঠিক হয়ে গেছিল । কিন্তু, এর মাঝে ডাক্তারদের বিক্ষোভ । ফলে অস্ত্রোপচার হয়নি । রহিমের কথায়, "চিকিৎসা হচ্ছে না । ডাক্তারবাবুরা আসছেন, শুধুমাত্র প্রেশার মেপে চলে যাচ্ছেন ।" মহম্মদ ইসমাইলের আবেদন, "যদি দিদি এলে সমস্যার সমাধান হয়, তিনি আসুন । না হলে আমরা কোথায় যাব ?"
এই সংক্রান্ত খবর :ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ, জানান সাতদিনে : রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
NRS চত্বরে এখন অসহায় মুখগুলির ভিড় । ওরা জানে না কী করবে । শুধু একটাই ভরসা দিদি আছেন । কান্না জড়ানো গলায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, বড় কষ্টে আছি দিদি । একজনের দোষের সাজা আমরা সবাই কেন পাব ? আপনি এলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে ।"
এই সংক্রান্ত খবর: মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ; ডাক্তারদের গণইস্তফায় স্তব্ধ SSKM, মেডিকেলের পরিষেবা