কলকাতা, ১ মার্চ : শিলিগুড়ির প্রতি রাজ্য সরকারের বৈষম্যমূলক ব্যবহার, বঞ্চনা ও আর্থিক অবরোধের অভিযোগে আজ মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন শিলিগুড়ি পৌরনিগমের জনপ্রতিনিধিরা। এই ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য।
বেলা বাড়তেই এই ধরনা মঞ্চে এসে উপস্থিত হন CPI(M) নেতা বিমান বসু, রবীন দেব, মানস মুখার্জি, কলকাতা পৌরনিগমের বিরোধী দলনেত্রী রত্না মজুমদার। এছাড়াও আসেন সুকুমার ঘোষ, অশোক ঘোষ ও বিকাশ ভট্টাচার্য সহ অন্যরা।
অশোক ভট্টাচার্য বলেন, "গত চার বছর ধরে রাজ্য সরকার শিলিগুড়ি পৌরনিগমের তৃতীয় রাজ্য অর্থ কমিশনের কোনও অর্থ দিচ্ছে না। সকলের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ২৮ কোটি টাকার প্রকল্প কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার অনুমোদন করলেও প্রথম পর্যায়ের দ্বিতীয় কিস্তির অর্থ এখনও পাওয়া যায়নি ফলে বহু গৃহ নির্মাণ কাজ এখনও অসমাপ্ত।
কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প যা রাজ্য সরকারের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে সেই সব খাতে শিলিগুড়ি প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প রাজ্যের কাছে জমা দিলেও আজও রাজ্য ও কেন্দ্র এই সমস্ত প্রকল্পে অনুমোদন দেয়নি।"
আমরুত প্রকল্পে রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন পৌরসভাকে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও শিলিগুড়ি পেয়েছে মাত্র ৫০ লাখ টাকা।
রাজ্যের বহু পৌরসভা সার্বিক পানীয় জল প্রকল্পের কাজে রাজ্য সরকারের আর্থিক সহায়তা ও অনুমোদন পেলেও বাদ শিলিগুড়ি। আরও বিভিন্ন দাবিতে তারা আজ ১২টা থেকে ধরনায় বসেন। ধরনার কর্মসূচি শেষে রাজ্যপাল ও মন্ত্রীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে।