কলকাতা, 19 মার্চ: মহানায়ক উত্তমকুমারের স্মৃতি বিজড়িত এনটি ওয়ান স্টুডিয়োতে বিধ্বংসী আগুন ৷ রবিবার ভোর 5টা 20 মিনিটে স্টুডিয়োর ভিতরে বিকট শব্দ হয় ৷ এরপরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ খবর দেওয়া হয় দমকল এবং সিইএসসি-কে ৷ দমকলের 3টি ইঞ্জিনের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে (Fire Brokes Out at NT One Studio in Tollygunge) ৷ টালিগঞ্জের কুঁদঘাটের কাছে অবস্থিত এনটি ওয়ান স্টুডিয়োতে মহানায়কের প্রচুর অমূল্য স্মৃতি রয়েছে ৷ ফলে আগুন ছড়িয়ে পড়লে বড় ক্ষতির আশঙ্কা থাকত ৷
আজ ভোর 5টা 20 মিনিটে বিকট বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা ৷ ভোর হওয়ায় তেমন লোকজন ছিল না ৷ তবে, প্রাতঃভ্রমণে বেরনো লোকজন সেই শব্দে এনটি ওয়ান স্টুডিয়োর সামনে জড়ো হন ৷ দেখা যায় ভিতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে ৷ খবর যায় দমকলে বিভাগে ৷ দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে ৷ আধিকারিকরা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায় ৷ পাশাপাশি, স্টুডিয়োর ভিতরে দাহ্য পদার্থ থাকায় কালো ধোঁয়া বেরচ্ছিল ৷ ভিতরে আগুন ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয় ৷ ঘটনায় স্টুডিয়োর ভিতরে রাখা কয়েকটি বাইক সম্পূর্ণ জ্বলে গিয়েছে ৷