কলকাতা, 12 অক্টোবর: মুখ্যমন্ত্রী হাত ধরে বৃহস্পতিবারই ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল শহরের বেশ কয়েকটি নামকরা দুর্গা পুজোর। ফলে পুজোর আমেজে ইতিমধ্যেই মাতোয়ারা হয়েছে সাধারণ মানুষ। আর কয়েক দিনের মাত্র অপেক্ষা, তারপরেই শহরের পুজো প্যান্ডেলগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাবে। আর এই ভিড়ের মধ্যেই ওত পেতে বসে থাকবে ছিনতাইকারী থেকে শুরু করে পকেটমারদের দলও। লালবাজার সুত্রের খবর, প্রতি বছরই এরা এই পুজোর সময় ভিড়ের মধ্যে মিশে পকেটমারি থেকে শুরু করে ছিনতাই করে বেড়ায়। আর তা রুখতেই এবার বিশেষ 'ড্রাইভ' দিচ্ছে কলকাতা পুলিশ ৷ সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকবে গোয়েন্দেরা ৷
এই বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই দুর্গা পুজোর কয়েকটা দিন শুধু মাত্র যে বাঙালিরাই আনন্দ করেন তেমনটা নয়। সকল বর্ণের সকল ধর্মের মানুষ একসঙ্গে আনন্দিত হন। এমনকী কলকাতার দুর্গা পূজো দেখার জন্য বহু দেশ থেকে বিদেশীরা এই কলকাতা শহরে পা রাখেন। ফলে দুর্গাপুজোয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিদেশ থেকে আগত মানুষের সুরক্ষার বিষয়টি আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ।"
পুজোয় যান নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই নেওয়া হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবক। কিন্তু পুজোর সময় ভিড়ের মধ্যে এবার যাতে কোনও সাধারণ মানুষের কোনও জিনিস খোয়া না যায়, তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনকে গুরুদায়িত্ব দিল কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনে থাকা ওয়াচ সেকশনের গোয়েন্দারা এবার পুজোর সময় সাধারণ মানুষের সঙ্গে ভিড়ের মধ্যে মিশে নিজের কর্তব্যে অবিচল থাকবেন।
আরও পড়ুন: অমিত শাহর পরিবর্তে বাংলার দুর্গোৎসবে সামিল হতে পারেন জেপি নাড্ডা
মূলত ভিড়ের মধ্যে ওয়াচ সেকশনের গোয়েন্দারা মিশে থাকবেন। চারপাশে তারা নজর রাখবেন। আর ভিড়ের মধ্যে থেকেই লুকিয়ে থাকা পকেটমার এবং ছিনতাইবাজদের হাতেনাতে গ্রেফতার করবেন। পুলিশি ব্যবস্থার পাশাপাশি পুজোর উদ্যোক্তারা ঠিকভাবে আইনতভাবে বিধি-নিষেধ মেনে পুজো করছেন কি না, তা আজই উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে কলকাতার প্রায় আটটি বড় পুজোমণ্ডপ ঘুরে দেখেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। সঙ্গে ছিলেন কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার (সদর) সন্তোষ পাণ্ডে । একটি পুজোমণ্ডপ থেকে বেরিয়ে পুলিশ কমিশনার জানান, সুরক্ষাবিধির সঙ্গে কোনও আপস করা হবে না। প্রসঙ্গত, এদিনই পুজোয় কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ-প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷