পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে এটিএম লুঠের কিনারায় ভিন রাজ্যে যেতে চান গোয়েন্দারা

শহরের বুকে বিদেশি কায়দায় এটিএম লুঠের ঘটনায় বিদেশি কোনও চক্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ এ বিষয়ে তদন্তের সাহায্য চেয়ে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। পাশাপাশি এই তদন্তে অগ্রগতি পেতে এবার ভিন রাজ্যেও যেতে চান গোয়েন্দারা। শহরের পেট্রলিং বাড়ানোর কথাও বলা হয়েছে ৷

শহরে "ম্যান ইন দ্যা মিডল" আটকাতে ভিন রাজ্যে যেতে চায় গোয়েন্দারা
শহরে "ম্যান ইন দ্যা মিডল" আটকাতে ভিন রাজ্যে যেতে চায় গোয়েন্দারা

By

Published : May 31, 2021, 3:44 PM IST

কলকাতা, 31 মে : একেবারে বিদেশি কায়দায় এবারে মহানগরীর বুকে এটিএম লুঠের ফাঁদ পেতেছে সাইবার দস্যুরা। লালবাজারের গোয়েন্দারা অনুমান, এই ঘটনায় বাইরের কোনও সাইবার গ্যাংয়ের হাত থাকতে পারে। ফলে এবার ভিন রাজ্যে গিয়ে তদন্ত চালাতে চান লালবাজারের গোয়েন্দারা।

ইতিমধ্যেই কলকাতার বুকে কাশীপুর, যাদবপুর, নিউমার্কেট থানা এলাকার এটিএম লুঠের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মার সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুলিশের নগরপাল। কলকাতা পুলিশের ডিসি ডিডি (স্প্যেশাল)র নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। এই দলের মাথায় থাকছেন খোদ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা।

এ বিষয়ে তদন্তের সাহায্য চেয়ে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। পাশাপাশি এই তদন্তে অগ্রগতি পেতে এবার ভিন রাজ্যেও যেতে চান গোয়েন্দারা। শহরের পেট্রলিং বাড়ানোর কথাও বলা হয়েছে ৷

আরও পড়ুন :জেলা পুলিশের উদ্যোগে সুন্দরবনে কমিউনিটি কিচেন

ABOUT THE AUTHOR

...view details