পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: রয়েছে পরিকাঠামো, নেই ভ্যাকসিন, অভিযোগ ফিরহাদ হাকিমের - ফিরহাদ হাকিম

এদিন ফিরহাদ বলেন, এক সপ্তাহ আগে কত সংখ্যাক ভ্যাকসিন কেন্দ্র রাজ্যকে পাঠাচ্ছে তা জানা থাকলে পরের সপ্তাহে কতজনকে টিকা দেওয়া সম্ভব হবে তা পরিকল্পনা করা যায় । আগাম তথ্য না থাকার জন্য অনেকেই ভ্যাকসিন না থাকায় ফিরে যাচ্ছেন ।

Firhad Hakim: রয়েছে পরিকাঠামো, নেই ভ্যাকসিন অভিযোগ পৌর প্রশাসক ফিরহাদ হাকিমের
Firhad Hakim: রয়েছে পরিকাঠামো, নেই ভ্যাকসিন অভিযোগ পৌর প্রশাসক ফিরহাদ হাকিমের

By

Published : Jun 5, 2021, 6:35 PM IST

কলকাতা, 5 জুন :কেন্দ্র সরকারের অসহযোগিতায় পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন না পাওয়ায় সাধারণ মানুষকে টিকাকরণ করতে পারছে না কলকাতা পৌরনিগম । দৈনিক 50000 মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার পরিকাঠামো প্রস্তুত রয়েছে কলকাতা পৌরনিগমের ।

কলকাতার 144টি ওয়ার্ডে করোনা ভ্যাকসিনের টিকাকেন্দ্র তৈরি করার সঙ্গেই বিভিন্ন সিনেমা হল ও শপিংমলে মেগা সেন্টারে টিকাকরণ চলছে । সেইসঙ্গে বাজারগুলিতে করোনার টিকা দেওয়া হচ্ছে । বর্তমানে কলকাতা পৌর নিগমের প্রতিদিন 30 হাজার মানুষকে করোনার টিকাকরণ করছে । ইতিমধ্যেই কুড়ি লক্ষ মানুষকে করোনার টিকা দিয়েছে কলকাতা পৌরনিগম । টিকাকরণের গতি আনতে শহরে আরও বেশি সংখ্যায় টিকাকরণ করা প্রয়োজন বলে জানালেন পৌর প্রশাসক ।

দৈনিক 30000 মানুষকে টিকাকরণ করা হলেও 50000 টিকাকরণের টার্গেট পূরণ করতে চায় কলকাতা পৌরনিগম । করোনার তৃতীয় স্রোত আসার আগেই কলকাতা শহরের সকল নাগরিকদের করোনার টিকাকরণের দুটো ডোজ সম্পূর্ণ করতে চান কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

নেই ভ্যাকসিন অভিযোগ পৌর প্রশাসক ফিরহাদ হাকিমের

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেন্দ্র সরকারের জন্যই যথেষ্ট পরিমাণে করোনার ভ্যাকসিন আসছে না রাজ্যে । যে পরিমাণে ভ্যাকসিন চাওয়া হচ্ছে তার থেকে অনেক কম ভ্যাকসিন কেন্দ্র পাঠাচ্ছে রাজ্যে । কলকাতা পৌরনিগম দৈনিক 50000 মানুষের করোনা টিকা দেওয়ার পরিকাঠামো তৈরি করলেও ভ্যাকসিনের অভাবে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না । এদিন আবারও কেন্দ্র সরকারের ভ্যাকসিন নীতি তৈরি না করাকে দায়ী করলেন তিনি । এদিন ফিরহাদ বলেন, ‘‘এক সপ্তাহ আগে কত সংখ্যাক ভ্যাকসিন কেন্দ্র রাজ্যকে পাঠাচ্ছে তা জানা থাকলে পরের সপ্তাহে কতজনকে টিকা দেওয়া সম্ভব হবে তা পরিকল্পনা করা যায় । আগাম তথ্য না থাকার জন্য ভ্যাকসিন না থাকায় ফিরে যাচ্ছেন ।’’

আরও পড়ুন :কালোবাজারি রুখতে সিদ্ধান্ত, সরকার অনুমোদিত সংস্থাতেই মিলবে ব্ল্যাক ফাংগাসের ইঞ্জেকশন

তিনি আরও বলেন, ‘‘অন্যান্য রাজ্যের থেকে অনেক কমসংখ্যক করোনার ভ্যাকসিন আছে পশ্চিমবঙ্গে । উত্তরপ্রদেশ অন্যান্য রাজ্যগুলির যে পরিমাণে ভ্যাকসিন পাচ্ছে তার থেকে অনেক কম সংখ্যায় ভ্যাকসিন আসছে এ রাজ্যে । তাই ভ্যাকসিন নিয়ে সমস্যা তৈরি হচ্ছে । দীর্ঘ লাইনে অপেক্ষা করার পরেও বহু মানুষকে ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে । কেন্দ্র সরকারের উচিত, ভ্যাকসিন নিয়ে একটি স্পষ্ট নীতি তৈরি করে তা জনসমক্ষে তুলে ধরা । করোনার তৃতীয় স্রোত আসার আগেই সকল নগরবাসীকে করোনার দুটো ডোজের টিকাকরণ শেষ করা প্রয়োজন ।’’

ABOUT THE AUTHOR

...view details