কলকাতা, 22 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সল্টলেকের প্রোমোটার অয়ন শীল ৷ তাঁর অফিস থেকে কলকাতা পৌরনিগমেও বেআইনি নিয়োগের নথি উদ্ধার হয়েছে বলে ইডি-র সূত্রে জানা গিয়েছে (KMC Recruitment by Ayan Sil) ৷ আর তার পরেই নড়েচড়ে বসল পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ তাদের পুরনো নিয়োগ সম্পর্কিত নথি ঝাড়াই বাছাই করে দেখার কথা জানালেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷
উৎস থেকে বর্জ্য পৃথকীরণের জন্য দেওয়া বালতির সঠিক ব্যবহার হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে ভবানীপুর এলাকায় যান মেয়র ফিরহাদ হাকিম ৷ সঙ্গে ছিলেন জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার ৷ সেখানেই পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে ফিরহাদ হাকিম বলেন, ‘‘তদন্ত হচ্ছে ৷ আমরা ডিপার্টমেন্টকে দেখতে বলেছি ৷ কী কী তথ্য পাওয়া গেছে ? তা নিয়ে সব কাগজপত্র আছে রেডি করে রাখতে বলা হয়েছে ৷ কোর্ট তো আমাদের এখনও কিছু অর্ডার দেয়নি ৷ তাই আগে থেকে কিছু করব না ৷ সত্যি কোথাও দুর্নীতি হয়েছে কি না তা দেখতে হবে ৷ পৌরসভাগুলি যখন ওকে নিয়োগের দায়িত্ব দিয়েছিল ৷ তখন একটা ফার্ম বা কোম্পানি হিসেবে দিয়েছিল, না এমনিই দিয়েছে ? তা আমরা এখনও জানতে পারিনি ৷’’