কলকাতা, 8 এপ্রিল : নির্বাচন চলার সময় যদি শহরে কোনও বেআইনি নির্মাণ হয়, তাহলে তার দায়ভার বর্তাবে ইঞ্জিনিয়রদের উপর। মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালেন কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ররা। পৌরনিগমের বামপন্থী সংগঠনের সদস্য যে ইঞ্জিনিয়ররা, তাঁরা আজ বিক্ষোভ দেখান।
কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, "লোকসভা নির্বাচনের জন্য মেয়র ও মেয়র পারিষদরা ব্যস্ত রয়েছেন। তাই এই সময় যদি শহরে কোনও বেআইনি নির্মাণ হয়, তাহলে তার দায়ভার বর্তাবে পৌরনিগমের ইঞ্জিনিয়রদের উপর। অবৈধ নির্মাণের উপর 144 ধারা লাগু করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়রকে সাসপেন্ড করা হবে।" মেয়রের এই বক্তব্যের পর পৌরকমিশনার খালিল আহমেদ এই সংক্রান্ত নোটিশ জারি করেন।