কলকাতা, 19 মে:মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ৷ সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আজ সাক্ষাৎ হয়েছে ৷ তাঁদের সঙ্গে দেখা করে আমি আনন্দিত ৷" প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ীহয়েতৃতীয়বার বাংলায় সরকার গড়ে তৃণমূল কংগ্রেস ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল, তাঁর নেতৃত্বে সরকারের প্রধান লক্ষ্য আরও বেশি কর্মসংস্থান ৷ বৃহস্পতিবার আপাতদৃষ্টিতে এটি সৌজন্য সাক্ষাৎকার ছিল ৷ তবে আগামী দিনে এই দুই দেশের মাধ্যমে বাংলায় কর্মসংস্থান হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷
অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বিদেশমন্ত্রকের সহকারী মন্ত্রী টিও ওয়াটস, অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার ব্যারি ও'ফারেল, কলকাতায় অস্ট্রেলিয়ার কাউন্সেল জেনারেল রোওয়ান আইনসওয়ার্থ ৷ আর দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সদস্যরা- ভারতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জে-বক, মহিলা রাষ্ট্রদূত জাংঘিউন গু, কর্মাশিয়াল কাউন্সেলর কাওয়াং সিওক ইয়াং ৷ এই বৈঠক ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷