পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদা ফ্লাইওভারে ত্রুটি, জমা পড়ল রিপোর্ট - কলকাতা

শিয়ালদা ফ্লাইওভারে ত্রুটি। রিপোর্ট জমা KMDA দপ্তরে। তবে এখনই শুরু হচ্ছে না মেরামতির কাজ।

flyover

By

Published : Apr 3, 2019, 9:50 AM IST

কলকাতা, 3 এপ্রিল : শিয়ালদা ফ্লাইওভারের ফিট রিপোর্টে ধড়া পড়ল ত্রুটি। সেই রিপোর্ট জমা পড়েছে KMDA দপ্তরে। ত্রুটি ধড়া পড়লেও এখনই মেরামতির কাজ শুরু করা হচ্ছে না, জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মেয়র বলেন, "দুটি ত্রুটি ধরা পড়লেও ফ্লাইওভারের অবস্থা খুব একটা বিপজ্জনক নয়। আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। তারপরই মেরামতির কাজ শুরু হবে। হকারদের সঙ্গে কথাও হয়ে গেছে। মেরামতির কাজ শুরু হলে তাঁরা অন্য কোথাও সরে যাবেন।" তিনি জানান, শহরের আরও 9 টি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে।

ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন চলাকালীন কলকাতা পুরনিগমের অন্তর্গত 144 নম্বর ওয়ার্ডে বেআইনি কিছু নির্মাণ হলে তার দায় নিতে হবে বোরো অফিসের সংশ্লিষ্ট বিল্ডিং আধিকারিকদের। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।"

ABOUT THE AUTHOR

...view details