দিল্লি ও কলকাতা, 14 অগাস্ট : এ যেন রহস্য ! তিনি গেলেন, দেখলেন, বসে থাকলেন । অথচ দল বদল করলেন না । আসলে, তাঁকে সামনেই আনা হল না । তাই, দিল্লি গিয়েও খালি হাতে ফিরতে হল দেবশ্রী রায়কে ।
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় যে BJP-তে যোগ দিচ্ছেন তা জলের মতো পরিষ্কার হয়ে যায় কাল সন্ধ্যাতেই । কথা ছিল আজ বিকেল 4টে নাগাদ তাঁরা আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেবেন । দুপুরে হাসিমুখে দু-চার কথাও বলেন শোভন-মুকুল । পাশেই ছিলেন বৈশাখি । এ পর্যন্ত ঠিকই ছিল । 3টে 50 নাগাদ শোভন-বৈশাখি দলীয় কার্যালয়ে যোগ দিতে আসেন । হঠাৎ দেখেন, দরজার সামনে দাঁড়িয়ে রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । চমকে ওঠেন । কেন্দ্রীয় নেতাদের স্পষ্ট বলেন, "ওকে দলে নিলে আমি BJP-তে আসব না । বৈশাখিও থাকবে না ।" শোভনের মনোভাব বুঝে এ যাত্রায় দেবশ্রীর যোগদান স্থগিত হয়ে যায় ।