কলকাতা , 30 মে : তিলজলা থানা এলাকায় এক যুবকের দেহ উদ্ধার । মৃতের নাম শেখ সাত্তার (26) ৷ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তিলজলা থানার পুলিশ ৷ তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
তিলজলায় যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ - Dead body recovered in Tiljala
আজ সকালে রাস্তার পাশেই এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ তবে কী কারণে মৃত্যু তা জানা যায়নি ৷ তিলজলা থানার ছাপ্পান্নতলা এলাকার ঘটনা ৷
পুলিশ সূত্রে খবর , তিলজলা থানার ছাপ্পান্নতলা এলাকায় রাস্তায় একটি যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায় । রাস্তার মধ্যে এইভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে । তিলজলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । তবে প্রাথমিকভাবে দেহটি শনাক্ত করা যাচ্ছিল না । পরে জানা যায়, ওই যুবকের নাম শেখ সাত্তার । তবে তাঁর পরিবারের খোঁজ পাওয়া যায়নি ৷ ঠিকানা খোঁজার চেষ্টা চলছে । ওই যুবকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা গেলে, মৃত্যুর বিষয়টা স্পষ্ট হবে পুলিশের কাছে ।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে , দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না । তাই মৃত্যুর কারণ জানা যায়নি ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ তবে স্থানীয়দের দাবি , খুন করে ওই যুবককে রাস্তায় ফেলে রাখা হয়েছে ৷