কলকাতা, 9 জানুয়ারি:পুলিশের অনুমতি না-নিয়েই পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হল ময়নাতদন্তের জন্য আনা দেহ ৷ আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের (RG Kar Medical College and Hospital) ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনায় হতবাক চিকিৎসক থেকে সাধারণ মানুষ। অভিযোগ, ময়নাতদন্তের জন্য আসা পাঁচটি দেহ ব্যবহার করা হয়েছে পড়ুয়াদের প্রশিক্ষণে (Dead bodies on Student training table before being post mortem) ৷ অথচ পুলিশ নাকি বিষয়টি সম্পর্কে কিছুই জানতে পারেনি। এই ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে উঠছে অভিযোগ। সম্পূর্ণ ঘটনার রিপোর্ট তলব করল স্বাস্থ্যভবন।
সূত্রের খবর, কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই নাকি ফরেনসিক বিভাগ থেকে দেহগুলি গত 5 জানুয়ারি কর্মশালার জন্য নাক-কান-গলা বিভাগে পাঠানো হয়। পুলিশের অনুমতি ছাড়া কীভাবে আনা হল দেহ, তা নিয়ে স্বাভাবিক নিয়মেই প্রশ্ন উঠছে ৷ গত 5 জানুয়ারি আরজিকর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের পুলিশি মর্গে দেহগুলি ময়নাতদন্তের জন্য আনা হয়েছিল। মেডিক্যাল লিগ্যাল কেসের জন্য দেহগুলি ময়নাতদন্তের স্বার্থে পাঠিয়েছিল পুলিশ। অভিযোগ, ওঠে ওইদিন সকালে সেই দেহগুলিকে নাক-কান-গলা বিভাগের এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির কর্মশালায় ব্যবহার করা হয়। ডাক্তারি পড়ুয়াদের পঠনপাঠনের জন্য সেগুলি ব্যবহৃত হয়।