পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

LIVE : সুপ্রিম কোর্টের এই রায়ে আমি অভিভূত, মমতা - dharna

mamata_dharna_1

By

Published : Feb 5, 2019, 8:58 AM IST

Updated : Feb 5, 2019, 3:40 PM IST

2019-02-05 07:38:44

কলকাতা, ৫ ফেব্রুয়ারি : মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আজ তৃতীয় দিনে পড়েছে। ধরনা মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী। সকালে পর্দা ফেলা ছিল। ৯টা নাগাদ তা তোলা হয়।

                                                                                                                      LIVE 

মমতা বন্দ্যোপাধ্যায় 

  • সংবাদকে বিকৃত করা হচ্ছে

চন্দ্রবাবু এলে আরও অন্যদের সাথে আলোচনা করব

  • ধরনা তুলে দেওয়ার ইঙ্গিত মমতার

  • ইন্দ্রাণী হালদার

    • সংবাদমাধ্যেমের উদ্দেশে বলছি আপনারা দেশে দেশে ছড়িয়ে দিন 
    • সংবাদমাধ্যেমের যাঁরা এখানে আছেন তাঁদের আমি ধন্যবাদ জানাই 
    • দিদি শুধু বাংলার নয়, তিনি গোটা দেশের 
    • এই ঐতিহাসিক মঞ্চে দাঁড়াতে পেরে আমি অভিভূত
    • আমি সবসময় দিদির পাশে আছি

    শাঁওলি মিত্র 

    • তাঁর সাথে আছি আগে যেমন ছিলাম তেমনই আছি
    • আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি
    • পরিবর্তনের আগে আমরা একইভাবে সামিল হয়েছিলাম। এবারও তাঁর সঙ্গেই আছি

    মমতা বন্দ্যোপাধ্যায় 

    • আমি LIP (লেস ইমপর্টেন্ট পার্সন)
    • আমি দেশের জন্য আমার জীবন দিতে পারি, কিন্তু অন্যায় সহ্য করব না। 
    • কাল বলবে আমি কেন খাই, কেন বক্তৃতা দিই, CBI-এর কাছে চল।
    • CRPF এখানে এসে জায়গা দখল করেছে
    • সিঙ্গুরের সময় ২৬ দিন টানা আমি অনশন করেছিলাম
    • আমি ১৯৯৫ তে ২১ দিনের ধরনা দিয়েছিলাম, তখন নরশিমা রাওজি প্রধানমন্ত্রী ছিলেন। উনি আমাকে ফোন করে সমঝোতায় আসেন
    • যারা আমাকে সমর্থন করেছে তাদের সকলকে ধন্যবাদ
    • যোগী আদিত্যনাথ প্রসঙ্গে বলেন, "ওনাকে আগে উত্তরপ্রদেশ দেখতে বলুন"
    • মোদি আসছে না এটা পরিষ্কার
    • দেশের সবাই প্রধানমন্ত্রী হবে
    • রাজীবকে গ্রেপ্তার করবে না শুনে, সুপ্রিম কোর্টের এই রায়ে আমি অভিভূত
    • ওরা অনেক অভিযোগ এনেছে রাজীবের বিরুদ্ধে কিন্তু কোর্ট তা গুরুত্ব দেয়নি
    • তৃণমূল ৩০০ কোটি টাকা দিয়ে গরীব মানুষদের সাহায্য করেছিল
    • আমাদের সময় চিটফান্ড হয়নি, ওটা হয়েছে CPIM -এর সময়
    • সুদীপ্ত সেনকে আমরা গ্রেপ্তার করেছি।
    • সুপ্রিম কোর্টে আমরা জয় পেয়েছি
    • বাংলায় গ্রেপ্তার করে ওড়িশায় কেন ?
    • সুপ্রিম কোর্টে এই জয় আমাদের সবার। মিডিয়ারও, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 
    • আমরা একা যাব না। আমি আমাদের সব নেতার সাথে কথা বলব। 
    • এটা আমাদের নৈতিক জয়
    • সুমন চট্টোপাধ্যায় প্রসঙ্গ তুললেন মঞ্চ থেকে                     
    • তেজস্বী যাদব ও কানিমোঝি বিকালে যোগ দিতে পারেন ধরনা মঞ্চে
    • মঞ্চে এখন উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, শশী পাঁজা, রবীন্দ্রনাথ ঘোষ, দোলা সেনসহ অন্যান্যরা। 
    • কলকাতা রওনা হওয়ার আগে চন্দ্রবাবু নাইডু CBI কে কটাক্ষ করে বললেন, "কেউই কাউকে আটকাচ্ছে না। ওরা যদি খারাপ ব্যবহার করে, তাহলে ওদের তো পালটা জবাব দিতেই হবে। ওরা অন্ধ্রপ্রদেশেও এসেছিল। যা ইচ্ছা তাই বলছিল। আমাকেও তাই তখন ওদের ভাষায় কথা বলতে আমাকেও কথা বলতে হয়েছে। "
    • বিকাল সাড়ে ৩টে নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেবেন চন্দ্রবাবু। বিকাল ৫টা নাগাদ পৌঁছাতে পারেন ধরনা মঞ্চে
    • মেট্রো চ্যানেলে এলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। তবে তিনি ওঠেননি মঞ্চে
    • ধরনা মঞ্চে রয়েছেন অরূপ বিশ্বাস, শান্তনু সেন, ইন্দ্রনীল সেন, লক্ষ্মীরতন শুক্লা, ইন্দ্রাণী হালদার
    • সকাল থেকে আবার তৃণমূল সমর্থকরা আসতে শুরু করেছেন
    • অনেক তৃণমূল কর্মী রাত থেকেই রয়েছেন 

    চিটফান্ড তদন্ত ইশুতে রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে পৌঁছায় CBI। তার প্রতিবাদ স্বরূপ রবিবারই রাতে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ধরনা মঞ্চে যোগ দেন রাজীব কুমারও। সমাজবাদী পার্টির কিরণময় নন্দ, লালু পুত্র তেজস্বী যাদব ও DMK নেত্রী কানিমোঝি আসেন এই মঞ্চে। 

    Last Updated : Feb 5, 2019, 3:40 PM IST

    For All Latest Updates

    ABOUT THE AUTHOR

    ...view details