কলকাতা, 19 মে :দক্ষিণেশ্বরের ট্রাস্টি বোর্ডের নির্বাচনে সেবায়েতরা অংশগ্রহণ করতেই পারলেন না ৷ তার আগেই ট্রাস্টিবোর্ড গঠন হয়ে গেল তাও আবার কোনও নির্বাচন ছাড়াই ৷ বিচারপতি শেখর ববি শরাফের নির্দেশ, যতক্ষণ না পর্যন্ত আদালত পরবর্তী নির্দেশ না দিচ্ছে ততদিন পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি বোর্ডের নির্বাচন হয়নি বলেই ধরে নিতে হবে ।
গত 10 মার্চ বিচারপতি শেখর ববি শরাফ ট্রাস্টি বোর্ডের নির্বাচন করার নির্দেশ দিয়েছিলেন । তিন বছর অন্তর এই নির্বাচন হয় । প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই নির্বাচন হওয়ার কথা । বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ট্রাস্টি বোর্ডের মতামত নিয়ে ভোট করতে হবে ।