পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona in Bengal : করোনায় সুস্থতার হার পৌঁছাল 97.40 শতাংশে

এ মাসের শুরু থেকেই রাজ্যে দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে ৷ বর্তমানে তা তিনহাজারের পৌঁছে গিয়েছে ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷

Corona Tracker
Corona Tracker

By

Published : Jun 16, 2021, 8:34 PM IST

কলকাতা, 16 জুন : বর্তমানে রাজ্যে করোনায় সুস্থতার হার 97.40 শতাংশ ৷ সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷ দৈনিক মৃত্যু সংখ্যাও কমেছে অনেকটাই ৷ আপাতত করোনার বিধিনিষেধ চলবে 30 জুন পর্যন্ত ৷ বিধিনিষেধ সঠিকভাবে মেনে চললে সংক্রমণ আর কমবে বলে চিকিৎসকরা বলছেন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 187 জন ৷ মৃত্যু হয়েছে 69 জনের ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 14 লাখ 71 হাজার 231 জন ৷ একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 হাজার 12 জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 21 হাজার 152 ৷ আজ 61 হাজার 981 জনের করোনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 34 লাখ 5 হাজার 729 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷

আরও পড়ুন : Swatilekha Sengupta: বেলাশেষে ফেরা হল না ঘরে, প্রয়াত স্বাতীলেখা

রাজ্যে সংক্রমণে নিরিখে উপরের দিকে রয়েছে উত্তর 24 পরগনা ও কলকাতা ৷ মে মাসের শেষদিকেও এই দুটি জেলার সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছিল ৷ তবে আগের তুলনায় দুটি জেলায় আক্রান্তের সংখ্যা এখন অনেক কম ৷ পাঁচশোর নিচে পৌঁছে গিয়েছে সংক্রমণ ৷ কলকাতায় গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 377 জন ৷ মৃত্যু হয়েছে 13 জনের ৷ উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 435 জন ৷ মৃতের সংখ্যা 17 ৷ একদিনে পূর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা 432 ৷ তবে একদিনে জেলাটিতে মৃতের সংখ্যা শূন্য ৷

ABOUT THE AUTHOR

...view details