কলকাতা, 20 জুন : রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ একইসঙ্গে রবিবার রাজ্যে দৈনিক মৃত্যুও কমেছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 2 হাজার 184 জন ৷ শনিবার আক্রান্তের সংখ্যা ছিল 2 হাজার 486 জন ৷ সংক্রমণের নিম্নমুখী হারে খানিকটা স্বস্তিতে বঙ্গবাসী ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 14 লাখ 81 হাজার 707 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 2 হাজার 128 জন ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 53 জনের ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 23 হাজার 16 ৷ শনিবার 52 হাজার 997টি সোয়াব টেস্ট করা হয়েছে ৷ তার মধ্যে 4.12 শতাংশের করোনা পজিটিভ ধরা পড়ে ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 36 লাখ 84 হাজার 862 জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে ৷