পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 26 মে সকালে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছাকাছি চলে আসবে ঘূর্ণিঝড়টি ৷ ওইদিন বিকেলের দিকে স্থলভাগে প্রবেশ করবে যশ । পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের মধ্যে দিয়ে অর্থাৎ পারাদ্বীপ ও সাগর দ্বীপের মাঝখান দিয়ে প্রবেশ করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ । আশঙ্কা করা হচ্ছে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ।

26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ
26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

By

Published : May 23, 2021, 5:30 PM IST

Updated : May 23, 2021, 9:42 PM IST

কলকাতা, 23 মে : 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ ৷ বঙ্গোপসাগরের পূর্ব মধ্য থেকে নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । 16.1 ডিগ্রি উত্তর অক্ষাংশে এই গভীর নিম্নচাপ অবস্থান করছে । পারাদ্বীপ থেকে 590 কিলোমিটার ও বালাসোর থেকে 690 কিলোমিটার দূরে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ । এই মুহূর্তে দীঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে 670 কিলোমিটার দূরে অবস্থান করছে যশ । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সকালের মধ্যে এই অতি গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে । এর পরবর্তী 24 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে উঠবে ও সুপার সাইক্লোনে পরিণত হবে ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 26 মে সকালে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছাকাছি চলে আসবে ঘূর্ণিঝড়টি ৷ ওইদিন বিকেলের দিকে স্থলভাগে প্রবেশ করবে যশ । পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের মধ্যে দিয়ে অর্থাৎ পারাদ্বীপ ও সাগর দ্বীপের মাঝখান দিয়ে প্রবেশ করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ । আশঙ্কা করা হচ্ছে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ।

কীভাবে কোন দিক থেকে ধেয়ে আসছে যশ, দেখে নিন...

24 তারিখ থেকে হাওয়ার গতিবেগ খানিকটা বৃদ্ধি পাবে । ওইদিন বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার গতি থাকবে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা । বিক্ষিপ্তভাবে 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়ার দাপট থাকতে পারে । 25 তারিখ সন্ধ্যাবেলায় বঙ্গোপসাগর উপকূলে ঝড়ো হাওয়ার দাপট থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ এরপর থেকে ধীরে ধীরে বাড়বে হাওয়ার দাপট ৷ 26 তারিখের ঝড়ো হাওয়ার দাপট আরও বৃদ্ধি পাবে। হাওয়ার গতিবেগ থাকবে 80 কিলোমিটার ৷ দুপুর নাগাদ তা বেড়ে 90 থেকে 110 কিলোমিটার হবে । বিকেলে স্থলভাগে প্রবেশ করার পর 155 থেকে 160 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ।

রাজ্যে কেমন প্রভাব পড়বে ? 26 মে হাওয়ার দাপট থাকবে ঘণ্টায় 155 থেকে 160 কিলোমিটার

আরও পড়ুন,যশ নিয়ে একাধিক নির্দেশ মোদির, ত্রাণ-উদ্ধারে তৈরি বাহিনী



সেক্ষেত্রে বেশ কিছু সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে । 25 মে উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । এরপর 26 মে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর আবহাওয়ার ক্রমশ অবনতি হবে । বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম , দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় । অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। এদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে । 27 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ ওইদিন পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হবে ।

বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে
সমুদ্র উত্তাল থাকবে । ঢেউয়ের উচ্চতা অনেকটাই বৃদ্ধি পাবে । সকলকে সমুদ্রসৈকতে যেতে নিষেধ করা হয়েছে । 23 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । যারা নিচু ভূমিতে রয়েছেন তাঁদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে ।
Last Updated : May 23, 2021, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details