কলকাতা, 2 মে: প্রত্যেক বছর এই সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদে পড়তে হয় বাংলাকে । আর তাই অতীত থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই সতর্ক হচ্ছে রাজ্য । মঙ্গলবার নবান্নে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত একাধিক দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এই বৈঠকেই দফতরগুলিকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন তিনি । নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠক থেকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বিপর্যয়ের জন্য অপেক্ষা না-করে আগাম প্রস্তুতি সেরে ফেলতে হবে । এক্ষেত্রে নবান্ন থেকে জেলা এবং স্থানীয় প্রশাসন হাতে হাত মিলিয়ে কাজ করবে ।
প্রসঙ্গত, এদিনের এই বৈঠকে বিপর্যয় মোকাবিলা দফতর ছাড়াও সিভিল ডিফেন্স, এনডিআরএফ-সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । মুখ্যসচিব মূলত সমস্ত দফতরগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার নির্দেশ দিয়েছেন । আর আকস্মিক কোনও বিপদ এলে যাতে দ্রুত বেশি সংখ্যক মানুষকে রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখার কথাও বলেছেন তিনি ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 10 মে বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়ার কথা ঘূর্ণিঝড় মোচার । যদিও এখনও তার গতিপথ সম্পর্কে নিশ্চিত নয় নবান্ন । তবে এ বছর এই বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে । সাধারণত নবান্নের তরফ থেকে প্রত্যেক বছর জুনেই কন্ট্রোলরুম খোলা হয় । যেহেতু ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস ইতিমধ্যেই রয়েছে । তাই কাল বিলম্ব না করে এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্যে ।