পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Weather Update: বুধ পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, দুর্যোগের শঙ্কায় আন্দামানে জারি সতর্কতা - আন্দামান নিকোবরে সতর্কতা

আগামী বুধবার পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলে পূর্বাভাস মিলল ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে বাংলায় গরম আরও বাড়বে ৷ তবে ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের শংকায় আন্দামানে জারি করা হয়েছে সতর্কতা ৷

Bengal Weather Update
Bengal Weather Update

By

Published : May 7, 2023, 4:38 PM IST

Updated : May 7, 2023, 6:45 PM IST

কলকাতা, 7 মে:রাজ্যেক্রমে কাটছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক ৷ বঙ্গে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকার প্রভাব না পড়ার ইঙ্গিত ক্রমশই জোরালো হচ্ছে । শনিবার থেকে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত ইতিমধ্যে ডালপালা ছড়াতে শুরু করেছে । ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা স্থলভাগের উপর কখন কোথায় আছড়ে পড়বে, তা জানাতে আলিপুর আবহাওয়া দফতর আগামিকাল অর্থাৎ সোমবার পর্যন্ত অপেক্ষ করতে চায় । তবে এখনও পর্যন্ত হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে বলা হয়েছে, বঙ্গে নয়, ঘনীভূত নিম্নচাপ এবং তা গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া পর্যন্ত সিংহভাগই প্রভাবিত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “গতকালের ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে । 8 তারিখ নিম্নচাপ পরিণত হবে । 9 তারিখ তার থেকে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে উত্তর দিকে এগোবে । উত্তর আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ।” এই পূর্বাভাস পেয়ে ইতিমধ্যেই আন্দামানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।

কী সতর্কতা জারি ?

আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ঘণ্টায় 40 থেকে 80 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া

8 তারিখ শুধু নিকোবারে ভারী বৃষ্টির সম্ভাবনা

10 তারিখ এবং 11 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আন্দামানে

সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে

7 তারিখ থেকেই সমুদ্র উত্তাল থাকবে

10 থেকে 12 তারিখ সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে আন্দামান সাগর

মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কতা

আন্দামানের উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে

আন্দামানে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে

বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল

আন্দামান সাগরে উপকূল বরাবর যাবতীয় কার্যকলাপ 12 তারিখ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে

বঙ্গে দুর্যোগের প্রভাব কতটা পড়বে ?

বঙ্গে এখনও দুর্যোগের বেশি প্রভাব পড়ার পূর্বাভাস নেই ৷ বরং আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়বে ৷ বুধবার পর্যন্ত তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে বলে আশংকা করা হচ্ছে । পশ্চিমের সমস্ত জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাবে বলে পূর্বাভাস মিলেছে । আজ থেকে 10 তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম ৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল 37 ডিগ্রি সেলসিয়াস ।

আরও পড়ুন:পড়বে না মোকার প্রভাব, গরম বাড়বে রাজ্যে

Last Updated : May 7, 2023, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details