কলকাতা, ১ মে : শুক্রবার পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী । আজ এমন পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ।
শুক্রবার পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ফণী, জেলায় জারি সতর্কতা - kolkata
দীঘা থেকে ৮৪০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণী । শুক্রবার আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে । সতর্কতা জারি বিভিন্ন জেলায় ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দীঘা থেকে ৮৪০ কিমি দূরে অবস্থান করছে ফণী । ৩ মে গোপালপুর ও চাঁদবালি অতিক্রম করবে এই ঘূর্ণিঝড় । যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে । বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । ৪ মে কয়েকটি উপকূলবর্তী জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পর্যটক ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে । বকখালি, মন্দারমণি সহ দীঘায় পর্যটকদের সমুদ্রের কাছে যেতে নিষেধ করা হয়েছে । চালানো হচ্ছে নজরদারি ।