পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্বোধনের 6 মাসের মধ্যে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে ফাটল - skywalk

ছর না ঘুরতেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ফাটল দেখা গেল । গতকাল নজরে পড়ে, স্কাইওয়াকের মেঝের টাইলস দু'টুকরো হয়ে ফুলে উঠেছে। পুলিশ এসে ঘটনাস্থান পরিদর্শন করে ফাটল ধরা অংশটুকু ঘিরে দেয় ।

স্কাইওয়াকে ফাটল

By

Published : Apr 25, 2019, 5:11 AM IST

দক্ষিণেশ্বর, 25 এপ্রিল : বছর না ঘুরতেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ফাটল দেখা দিল । মাত্র 6 মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম স্কাইওয়াকটির উদ্বোধন করেছিলেন । গতকাল স্কাইওয়াকে জোরালো শব্দ শুনতে পান স্থানীয়রা। তারপর দেখা যায় স্কাইওয়াকের মেঝের টাইলস দু'টুকরো হয়ে গিয়েছে। সেই অংশটি উঁচু হয়ে ফুলে উঠেছে।


খবর দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষ এবং দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়িতে । পুলিশ এসে ঘটনাস্থান পরিদর্শন করে ফাটল ধরা অংশটুকু ঘিরে দেয় । গতকাল বিকেল পর্যন্ত কোনও ইঞ্জিনিয়ারের যায়নি সেখানে । স্কাইওয়াকের এক ব্যবসায়ী বলেন, "আজ সকালে স্কাইওয়াকের মেঝেতে প্রচন্ড জোরে শব্দ হয় । তারপর দেখতে পাই মেঝের দুটি টাইলস হঠাৎই ফুলে উঠেছে ।" অপর এক মহিলা ব্যবসায়ী জানান এর আগেও একইভাবে মেঝে ফেটে গিয়েছিল ।

এবিষয়ে কামারহাটি পৌরসভার প্রধান গোপাল সাহা বলেন,"স্কাইওয়াকের মেঝের টাইলসে এই বিপত্তি বড় কোনও ঘটনা নয় । অতিরিক্ত গরমের ফলে স্কাইওয়াকের ওই মেঝের টাইলস ফুলে উঠেছে । এতে আতঙ্কের কোনও কারণ নেই।"

ABOUT THE AUTHOR

...view details