দক্ষিণেশ্বর, 25 এপ্রিল : বছর না ঘুরতেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ফাটল দেখা দিল । মাত্র 6 মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম স্কাইওয়াকটির উদ্বোধন করেছিলেন । গতকাল স্কাইওয়াকে জোরালো শব্দ শুনতে পান স্থানীয়রা। তারপর দেখা যায় স্কাইওয়াকের মেঝের টাইলস দু'টুকরো হয়ে গিয়েছে। সেই অংশটি উঁচু হয়ে ফুলে উঠেছে।
উদ্বোধনের 6 মাসের মধ্যে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে ফাটল - skywalk
ছর না ঘুরতেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ফাটল দেখা গেল । গতকাল নজরে পড়ে, স্কাইওয়াকের মেঝের টাইলস দু'টুকরো হয়ে ফুলে উঠেছে। পুলিশ এসে ঘটনাস্থান পরিদর্শন করে ফাটল ধরা অংশটুকু ঘিরে দেয় ।
খবর দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষ এবং দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়িতে । পুলিশ এসে ঘটনাস্থান পরিদর্শন করে ফাটল ধরা অংশটুকু ঘিরে দেয় । গতকাল বিকেল পর্যন্ত কোনও ইঞ্জিনিয়ারের যায়নি সেখানে । স্কাইওয়াকের এক ব্যবসায়ী বলেন, "আজ সকালে স্কাইওয়াকের মেঝেতে প্রচন্ড জোরে শব্দ হয় । তারপর দেখতে পাই মেঝের দুটি টাইলস হঠাৎই ফুলে উঠেছে ।" অপর এক মহিলা ব্যবসায়ী জানান এর আগেও একইভাবে মেঝে ফেটে গিয়েছিল ।
এবিষয়ে কামারহাটি পৌরসভার প্রধান গোপাল সাহা বলেন,"স্কাইওয়াকের মেঝের টাইলসে এই বিপত্তি বড় কোনও ঘটনা নয় । অতিরিক্ত গরমের ফলে স্কাইওয়াকের ওই মেঝের টাইলস ফুলে উঠেছে । এতে আতঙ্কের কোনও কারণ নেই।"