পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madan Ghosh Passes Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা মদন ঘোষ - হৃদরোগে আক্রান্ত হয়ে

শুক্রবার সকালে পূর্ব বর্ধমানে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষ ৷ সকালেই তাঁর মৃত্যু হয় ৷ কৃষক আন্দোলন, ক্ষেত মজুর সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে মদন ঘোষের গুরুত্ব অপরিসীম ৷

Madan Ghosh demise
মদন ঘোষ প্রয়াত

By

Published : Apr 21, 2023, 11:49 AM IST

Updated : Apr 21, 2023, 12:32 PM IST

মদন ঘোষের স্মৃতিচারণায় প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা

বর্ধমান, 21 এপ্রিল: প্রয়াত প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষ ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে নিজের বাড়িতে শুক্রবার সকাল 7.10 মিনিটে তাঁর মৃত্যু হয় ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন বাম আন্দোলনের এই প্রবীণ নেতা। বর্ধমান শহরের ভাতছালা পাড়ায় নিজের বাড়িতেই ছিলেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর ৷ কৃষক আন্দোলনে তাঁর অবদানের জন্য বামপন্থী কর্মীদের কাছে মদন ঘোষ স্মরণীয় ৷ প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে সিপিএম ৷

দলের রাজ্য শাখার টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "প্রবীণ সিপিআই (এম) নেতা, পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য, বর্ধমান জেলার প্রাক্তন সম্পাদক, বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, প্রাক্তন বিধায়ক কমরেড মদন ঘোষ আজ সকাল 7.10 মিনিটে প্রয়াত হয়েছেন ৷ " কৃষক সংগঠন গড়ে তোলার পিছনে তাঁর অবদান প্রসঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধিকে প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা বলেন, "কৃষক সভা ও ক্ষেতমজুর সংগঠন গড়ে তোলার কাজে তিনি ছিলেন নিবেদিত প্রাণ ৷ তাঁর মতো প্রবীণ নেতার চলে যাওয়ায় আমাদের কৃষক আন্দোলনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷"

প্রয়াত মদন ঘোষের জীবনে কৃষক আন্দোলন প্রসঙ্গে হান্নান বলেন, "আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রবীণ নেতা মদন ঘোষ ৷ তৎকালীন বর্ধমানে তাঁর কাজের হাতেখড়ি ৷ বর্ধমানে কৃষকসভা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ৷ গ্রামে গরিব মানুষের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল ৷ তিনি কৃষক আন্দোলন করেছেন ৷ পাশাপাশি জেলা পরিষদের সভাপতি ছিলেন ৷ পঞ্চায়েত ব্যবস্থাকে কীভাবে কৃষকদের কাজে ব্যবহার করা যায়, সেই সব কাজ দেখতেন মদন ৷"

তিনি আরও জানান, একসময় জেলা পরিষদ থেকে অবসর নিয়ে দলের কাজে মন দেন মদন ৷ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন ৷ পরে তাঁর কাজের ক্ষেত্র বর্ধমান থেকে কলকাতা হয়ে যায় ৷ কলকাতা থেকেই তিনি পার্টি এবং কৃষক সভার কাজ করতে থাকেন ৷ কলকাতাতে কৃষক সভার অফিসেই থাকতেন ৷ রাজ্যে কৃষক সভার সভাপতি ছিলেন ৷ অল ইন্ডিয়া কিষাণ সভাতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তিনি সহ-সভাপতি ছিলেন ৷ গত সম্মেলনে তিনি শারীরিক কারণে অল ইন্ডিয়া কিষাণ কমিটি থেকে অব্যাহতি নেন ৷ এরপর তিনি বর্ধমানে নিজের গ্রামে চলে যান ৷ অন্যদিকে, ক্ষেত মজুর সংগঠন হওয়ার পর তা গড়ার দায়িত্বও নিয়েছিলেন মদন ঘোষ ৷ সংগঠক হিসেবে কিছুদিন থেকেছিলেন ৷ এরপর এই সংগঠনের সেক্রেটারি হন অমিয় পাত্র, সভাপতি হন তুষার ঘোষ ৷ সেই সময় সংগঠনের কাজ থেকে বিরতি নেন মদন ঘোষ ৷

আরও পড়ুন: ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মহম্মদ সেলিম

Last Updated : Apr 21, 2023, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details