পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPIM over Panchayat Election: নবীন-প্রবীণ মিশেল, পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের বিশেষ রণকৌশল - পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের বিশেষ রণকৌশল

কালো চুলের সঙ্গে সাদা চুলের সমন্বয় ঘটিয়ে পঞ্চায়েত নির্বাচনে ফসল তুলতে চাইছে সিপিএম ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আলিমুদ্দিন (CPIM new generation and old comrades) ৷

CPIM Panchayat Election
সিপিআইএম

By

Published : Mar 26, 2023, 1:12 PM IST

কলকাতা, 26 মার্চ: কালো চুলের সঙ্গে পাকা চুলের সমন্বয় ঘটিয়ে পঞ্চায়েত নির্বাচনে ফসল তুলতে চাইছে বঙ্গ সিপিএম ৷ এক কথায়, 2023 সালের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে পাকা চুলের প্রাক্তন 'কমরেড'দের সমন্বয় ঘটাতে উদ্যোগী হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট ৷ সূত্রের খবর, দলে তেমন ভাবে সক্রিয় নয়, এমন নেতা-কর্মীদের কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ পুরনো চাল ভাতে বাড়ানোর অঙ্কে নব প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে তাঁদের মিশ্রণ ঘটিয়ে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে ৷ আলিমুদ্দিন স্ট্রিটের তরফে প্রত্যেক জেলা কমিটিকে এই কাজে যথাযথ পদক্ষেপ গ্রহণে নজর দিতে বলা হয়েছে ৷ প্রয়োজনে একসময়ের বহুল ব্যবহৃত দাওয়া বৈঠক, খাটিয়া বৈঠক, গ্রামসভা- ফিরিয়ে আনা হতে পারে ৷ নির্দেশে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি (CPIM strategy over Panchayat Election 2023) ৷

শেষ রাজ্য সম্মেলন কিংবা জেলা সম্মেলনে বহু কমিটি থেকে বর্ষীয়ান কমরেডদের সরিয়ে নেতৃত্বে তরুণদের নিয়ে এসেছে সিপিএম ৷ এর ফলে, বহু বয়স্ক সিপিএম কর্মী অবসর ভেবে আর দলীয় কাজকর্মে অংশ নিচ্ছেন না ৷ কেউ কেউ আবার অভিমানে দল থেকে সরে দাঁড়িয়েছেন ৷ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের কারণে অনেকে আবার ক্ষুব্ধ, চুপচাপ ৷ তাঁরা ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেননি ৷

2011 সালে রাজ্যে পালাবদলের পর আঞ্চলিক স্তরে জেলায় জেলায় সংগঠন ভেঙে পড়ে ৷ রাজনৈতিক প্রতিহিংসার ভয়ে অনেকে রাজনীতি থেকে দূরত্ব বাড়াতে থাকেন ৷ আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের দাবি, দলের এই সব কর্মীদের ফের সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কারণ, এঁদের অনেকে দলের সদস্যপদ পুনর্নবীকরণ করাননি । অথচ, নিজ নিজ এলাকায় তাঁদের ব্যক্তিগত পরিচয়-প্রভাব ভালো রয়েছে আজও ৷

এমন প্রবীণ কমরেডদের সংখ্যা কত ? খাতায় কলমে অনেকের সদস্য পদ থাকলেও অনেকের নেই ৷ তাই, সবমিলিয়ে এই প্রবীণ বাম কর্মীদের সংখ্যা গুণে বলা সম্ভব নয় ৷ তবে, রাজ্যজুড়ে বুথে বুথে তাঁদের সংখ্যা নিছক কম নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে এলাকার উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন সব সিপিএম নেতা-কর্মীদের নতুন প্রজন্মের সঙ্গে ঐক্যবদ্ধ করার একটি পদক্ষেপ করা হচ্ছে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে পুরনো এবং নতুন প্রজন্মের মধ্যে সমন্বয় ঘটিয়ে বর্তমান পরিস্থিতিতে এলাকাভিত্তিক দলীয় সংগঠন মজবুত করার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে ভাঙনের জেরে অস্বস্তিতে বর্ধমানের বিজেপি নেতৃত্ব

ABOUT THE AUTHOR

...view details