কলকাতা, 26 মার্চ: কালো চুলের সঙ্গে পাকা চুলের সমন্বয় ঘটিয়ে পঞ্চায়েত নির্বাচনে ফসল তুলতে চাইছে বঙ্গ সিপিএম ৷ এক কথায়, 2023 সালের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে পাকা চুলের প্রাক্তন 'কমরেড'দের সমন্বয় ঘটাতে উদ্যোগী হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট ৷ সূত্রের খবর, দলে তেমন ভাবে সক্রিয় নয়, এমন নেতা-কর্মীদের কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ পুরনো চাল ভাতে বাড়ানোর অঙ্কে নব প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে তাঁদের মিশ্রণ ঘটিয়ে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে ৷ আলিমুদ্দিন স্ট্রিটের তরফে প্রত্যেক জেলা কমিটিকে এই কাজে যথাযথ পদক্ষেপ গ্রহণে নজর দিতে বলা হয়েছে ৷ প্রয়োজনে একসময়ের বহুল ব্যবহৃত দাওয়া বৈঠক, খাটিয়া বৈঠক, গ্রামসভা- ফিরিয়ে আনা হতে পারে ৷ নির্দেশে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি (CPIM strategy over Panchayat Election 2023) ৷
শেষ রাজ্য সম্মেলন কিংবা জেলা সম্মেলনে বহু কমিটি থেকে বর্ষীয়ান কমরেডদের সরিয়ে নেতৃত্বে তরুণদের নিয়ে এসেছে সিপিএম ৷ এর ফলে, বহু বয়স্ক সিপিএম কর্মী অবসর ভেবে আর দলীয় কাজকর্মে অংশ নিচ্ছেন না ৷ কেউ কেউ আবার অভিমানে দল থেকে সরে দাঁড়িয়েছেন ৷ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের কারণে অনেকে আবার ক্ষুব্ধ, চুপচাপ ৷ তাঁরা ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেননি ৷