পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

450 টাকায় প্রতি রবিবার কোরোনা টেস্ট, আয়োজনে CPI(M) এর যাদবপুর এরিয়া কমিটির - যাদবপুর

কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে বরাবরই বিরোধীরা অভিযোগ তুলেছে । এই বার অভিযোগ না করে CPI(M) এর যাদবপুর এরিয়া কমিটি নিজেই উদ্যোগ নিয়েছে প্রত্যেক রবিবার করে কোরোনা টেস্ট করার ৷ এই পরিষেবা মাত্র 450 টাকার বিনিময়ে দেওয়া হবে ৷

cpim
যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে প্রতি রবিবার হবে কোরোনা টেস্ট

By

Published : Aug 8, 2020, 4:57 PM IST

কলকাতা,8 অগাস্ট: CPI(M) এর যাদবপুর এরিয়া কমিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষের শরীরে কোরোনা ভাইরাস রয়েছে কি না তা পরীক্ষা করার । বামেদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল রাজ্য সরকার টেস্ট না করালে কোরোনার সংক্রমণ আরও বেড়ে যাবে । এবার নিজেরাই উদ্যোগ নিয়ে চলতি মাসে প্রত্যেক রবিবার সাধারণ মানুষদের জন্য কোরোনা টেস্টের আয়োজন করল ৷ ইতিমধ্যে জুলাই মাসের শেষ রবিবার এবং অগাস্ট মাসের প্রথম রবিবার CPI(M) এর যাদবপুরের পার্টি অফিসে প্রায় 770 জনের কোরোনা টেস্ট হয়েছে ।

IMRC এর অনুমোদিত টেস্ট কিট দিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে । এছাড়াও পার্টির পক্ষ থেকে এলাকাভিত্তিক প্রচারও চলানো হচ্ছে ৷ জানা গেছে, যাদবপুর পার্টি অফিসে প্রতিটি রবিবারের সকালগুলিতে নিয়ম করে চিকিৎসকরা একটি বেসরকারি প‍্যাথলজি কেন্দ্রের সহায়তা নিয়ে এই কাজ করছেন এবং করবেন । অভিযোগ, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি কয়েক হাজার টাকা নিচ্ছে কোরোনা ভাইরাস টেস্টের জন্য । যদিও যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে মাত্র 450 টাকায় এই পরিষেবা দেওয়া হচ্ছে ।

বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক সুজন চক্রবর্তী জানিয়েছেন, "কমিউনিটি কিচেনের মতো সাধ্যমত তারা এলাকার মানুষের কোরোনা ভাইরাস টেস্ট করবেন । তিনি দাবি করেন , সরকারে না থাকলেও বামেরাই শাসক দলের চেয়ে এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details