পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জন্য জমি হস্তান্তর রাজ্যের - New Town

জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য বরাদ্দ হয়েছিল পাঁচ একর জমি ৷ সেই জমি হস্তান্তর করল রাজ্য সরকার ৷

জ্যোতি বসু

By

Published : Aug 30, 2019, 2:41 AM IST

কলকাতা, 30 অগাস্ট : অবশেষে কাটল জট ৷ জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করল রাজ্য সরকার ৷ CPI(M) নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়েছে ৷ গতকাল বিধানসভায় একথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল HIDCO ৷ কিন্তু, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে CPI(M)-র তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয় ৷

দ্রুত জট কাটানোর জন্য গত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার ৷ চলতি বছরের জুন মাসে CPI(M) নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী ৷ জট কাটানোর বিষয়ে আশ্বস্ত করেন ৷

এরপরই ত্বরান্বিত হয় জট কাটানোর প্রক্রিয়া ৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার রবীন দেবের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details