কলকাতা, 21 মার্চ : রাজ্যজুড়ে কোরোনা ভাইরাস মোকাবিলায় সক্রিয় বাম এবং কংগ্রেস দলের কর্মীরা । আজ সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে বাম এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে । সমগ্র বৈঠক হয়েছে দূরভাষের মাধ্যমে । কোরোনা সংক্রমণের আতঙ্কে একত্রিত বসে বৈঠক করতে চাইছেন না শীর্ষ নেতৃত্ব । আজ বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের সমস্ত জেলায় বাম এবং কংগ্রেস নেতৃত্ব নির্দেশ পাঠিয়েছে । কোরোনা আক্রান্ত কোনও ব্যক্তির সন্ধান পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত প্রশাসনের সাহায্য নিয়ে চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে ।
কোরোনা ভাইরাস মোকাবিলায় সক্রিয় বিরোধী দলও - opposition party
আজ বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের সমস্ত জেলায় বাম এবং কংগ্রেস নেতৃত্ব নির্দেশ পাঠিয়েছে ।
রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা রাজ্য সরকার করেছে কিনা তাও দলীয় কর্মীদের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, এলাকায় এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য গভীর জনসংযোগ প্রয়োজন । কোনওরকম গুজব বা প্রচারে আতঙ্কিত না হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে গভীর সংকট থেকে মানুষকে উদ্ধার করার কথাই বলা হয়েছে । রাজ্য পার্টির তহবিল-সহ জেলা পার্টির তহবিল থেকে অর্থ সংগ্রহ করে সাধারণ মানুষের জন্য মাস্ক এবং স্যানিটাইজ়ার কেনা হয়েছে যেগুলি বিলি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে দলীয় কর্মীদের । আগামীকাল যারা বাড়ি থেকে বেরোবে না সেই সমস্ত দরিদ্র মানুষের জন্য পর্যাপ্ত খাবারেরও ব্যবস্থা করা হয়েছে বাম এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ।
পাহাড় থেকে জঙ্গলমহলের সমগ্র জেলায় বাম এবং কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা প্রত্যন্ত এলাকার মানুষের বাড়িতে বাড়িতে খাবারের পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজ়ার পৌঁছে দেবে আজ বিকেলের মধ্যে । CPI(M) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যদের বার্তার মাধ্যমে জানানো হয়েছে, কোরোনা ভাইরাস আক্রান্ত মানুষের সন্ধান করতে গিয়ে নিজেদেরও সতর্ক থাকতে হবে । যেকোনও রকম সংক্রমণ থেকে বাঁচতে কাঁচা হলুদ এবং নিম পাতা খাওয়ার দাওয়াই দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দীর্ঘ কয়েক দশক ধরে তিনি নিয়মিত সকালে কাঁচা হলুদ এবং নিম পাতা খান । দলের কাজে রাজ্য বা দেশের বাইরে যেতে গেলেও সঙ্গে নিয়ে যান কাঁচা হলুদ এবং নিম পাতা । সংক্রমিত এই রোগের প্রভাব দেখে CPI(M)-র সদর দপ্তর মুজাফফর আহমেদ ভবন থেকে বেরোচ্ছেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । পার্টি অফিসের উপর তলায় তিনি থাকছেন । অন্যদিকে, প্রদেশ কংগ্রেস অফিসের চিত্রটাও অন্যান্য দিনের থেকে পৃথক । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বাড়িতেই রয়েছেন ।