কলকাতা, 5 ডিসেম্বর: চলছে ফুটবল বিশ্বকাপ । আর বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরের বিভিন্ন অভিজাত এলাকায় শুরু হয়েছে জুয়ার আসর (Gambling over World Cup)। কিছুদিন আগেই গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কলকাতার একটি অভিজাত এলাকায় তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (CP of Kolkata Police)। আর্জেন্তিনার খেলা চলাকালীন জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে ৷ বিশ্বকাপ ঘিরে শহরের আর কোথাও কোনও জুয়ার আসর বসছে কি না, এ বার সে ব্যাপারে নজরদারি চালানোর নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল (CP Order)। কোন কোন এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আসছেন, তার আগাম খোঁজখবর রাখারও নির্দেশ দিয়েছেন তিনি ।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা শহরের বিভিন্ন অভিজাত জায়গাগুলিতে তল্লাশি অভিযান শুরু করেছে । পাশাপাশি শহরের প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং প্রত্যেকটি থানার অ্যান্টি রাউডি অফিসারদের নিজ নিজ এলাকা পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে । লালবাজার সুত্রে খবর, মূলত পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, যাদবপুর-সহ একাধিক অভিজাত এলাকায় ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে স্থানীয় থানা থেকে শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ।