কলকাতা, 6 অগস্ট : কোভিশিল্ড ভ্যাকসিন না থাকায় আজ শহরে কোভিশিল্ড টিকাকরণ বন্ধ রয়েছে । গতকালই কলকাতা পৌরনিগম জানিয়েছে, কলকাতা পৌর নিগমের কাছে কোভিশিল্ড ভ্যাকসিন আর নেই । যতক্ষণ না কেন্দ্র রাজ্যে ফের কোভিশিল্ড পাঠাচ্ছে, তত দিন বন্ধ থাকবে টিকাকরণ । আগামী সোমবারের আগে কোভিশিল্ড টিকাকরণের সম্ভাবনা নেই । কলকাতা পৌর নিগমের 102টি স্বাস্থ্যকেন্দ্র ও 50টি মেগা সেন্টার থেকে কোভিশিল্ড-এর টিকা দেওয়া হচ্ছিল । তা না থাকায় সেইসব স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারে টিকা দেওয়া বন্ধ রয়েছে ।
এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । কারণ এই মুহূর্তে কোথাও কোথাও কোভ্যাকসিন দেওয়া হলেও, বহু শহরবাসী কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজে কোভিশিল্ড নিয়েছেন ৷ ফলে দ্বিতীয় ডোজের সময় এলেও, কোভিশিল্ডের অভাবে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন ৷ সকাল থেকে বহু মানুষ কোভিশিল্ডের জন্য কলকাতা পৌর নিগমের স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারগুলোতে এসে ভিড় করছেন । কিন্তু ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে ।