কলকাতা, 3 এপ্রিল: COVID-19 (নভেল কোরোনা ভাইরাস ডিজিজ)-এ রাজ্যে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কত, তা নিয়ে খোদ সরকারি তথ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে । আর, এই পরিস্থিতির মধ্যে আজ, কলকাতার ইনফেকসাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন 6 আক্রান্ত।
গত 31 মার্চ, মঙ্গলবার ID&BG হাসপাতাল থেকে 3 আক্রান্ত ছুটি পেয়ে বাড়িতে ফিরেছিলেন । আজ শুক্রবার, এই হাসপাতাল থেকে আরও 6 জন আক্রান্তকে ছুটি দেওয়া হতে পারে । বর্তমানে 12 জন আক্রান্তের চিকিৎসা চলছে । গতকাল এই 12 জনের নমুনা পরীক্ষা করে দেখা হয় ।
হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন 6 আক্রান্ত - কলকাতা কোরোনা খবর
গত শুক্রবারের পর আজ শুক্রবার বেলেঘাটা ID থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন কোরোনা আক্রান্ত আরও 6 জন ।
হাসপাতাল সূত্রে খবর, 12 জনের মধ্যে 7 জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নেগেটিভ এসেছে । এই 7 জনের মধ্যে তেহট্ট থেকে আসা এক শিশুর মা রয়েছেন । শিশুর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হওয়ার কারণে, তাঁর মাকে এখন শিশুর সঙ্গে থাকতে হবে হাসপাতালে ।
যে 6 জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নেগেটিভ এসেছে, তাঁদের মধ্যে COVID-19-এ রাজ্যের দ্বিতীয় আক্রান্তও রয়েছেন ।
29 বছরের এই যুবক গত 13 মার্চ লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন । এরপর 19 মার্চ রাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত । গত 19 মার্চ থেকে এই যুবকের চিকিৎসা চলছে ID & BG হাসপাতালে । 22 মার্চ সন্ধের পরে জানা যায়, এই যুবকের মা (47), বাবা (48) এবং তাঁদের এক পরিচারক (20) COVID-19-এ আক্রান্ত । আক্রান্তের বাবা গত 31 মার্চ হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন । আজ, শুক্রবার এই আক্রান্তের মাকেও হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ৷