কলকাতা, 21 মার্চ: নগর দায়রা আদালতের পিএমএলএ কোর্টে মঙ্গলবার ফের মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন করলেন তাঁর আইনজীবী । রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ এদিন আদালতে ধমকও খান মানিক (Manik Bhattacharya bail plea) ৷
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি-প্রকৃতি, তাঁর শারীরিক সমস্যা-সহ বিভিন্ন দিক বিবেচনা করে তাঁকে যেকোনো শর্তে জামিন দেওয়ার আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য । এদিন তাঁর আইনজীবী সওয়াল করার পর ফের মানিক ভট্টাচার্য নিজে তাঁর জামিনের পক্ষে সওয়াল করতে চান ৷ এতে ক্ষুব্ধ হয়ে বিচারক বলেন "আপনি তো আইনের ছাত্র ও আপনি আইন কলেজের একজন অধ্যক্ষ ছিলেন তাহলে কী করে ফের নিজে এই মামলায় সওয়াল করার কথা বলেন ?"
মানিকবাবু অবশ্য এর জবাবে বলেন, "ইডি আমাকে জেলে 5 হাজার পাতার কাগজ পাঠিয়েছে ৷" বিচারক তাঁকে থামিয়ে দিয়ে বলেন,"আপনি কোর্টে বলতে চাইলে হাইকোর্টে যান ।" এদিন ইডি'র তরফে আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে ফের একবার মানিক ভট্টাচার্যকে প্রভাবশালী ব্যক্তি বলে উল্লেখ করেন । তিনি জানান, মানিকবাবু এতটাই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যে সাত মাস ধরে জেলে থাকার পরও তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়নি । রাজনৈতিক প্রভাবশালী বলেই তিনি তাঁর ছোট ভাই হীরালাল ভট্টাচার্যের ব্যাংক অ্যাকাউন্ট জোর করে ব্যাবহার করেছিলেন । সেই অ্যাকাউন্টের মাধ্যমেই কালো টাকা সাদা করা হত ৷