পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার ফুল-মিষ্টির দোকান খোলার সময় কমাল রাজ্য সরকার

কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, আট ঘণ্টা করে খোলা থাকবে ফুল-মিষ্টির দোকান । আজ দোকান খোলার সময় কমিয়ে চার ঘণ্টা করা হল ।

ছবি
ছবি

By

Published : Apr 20, 2020, 10:30 PM IST

কলকাতা, 20 এপ্রিল : লকডাউনের মধ্যেই ফুল ও মিষ্টির দোকান খোলার নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তারপরও সংশয় ছিল রাজ্য সরকারের শীর্ষ কর্তদের মধ্যে। আদৌ কি সামাল দেওয়া যাবে পরিস্থিতি ? এর জেরে দফায় দফায় সময় পরিবর্তনের নির্দেশিকাও দেওয়া হয় নবান্নের তরফে । আজ বিকেলে আবার ফুল ও মিষ্টি দোকান খোলা রাখার সময়সীমায় পরিবর্তন । 8 ঘণ্টার জায়গায় দোকান খোলার সময়সীমা করা হল 4 ঘণ্টা । অর্থাৎ কমিয়ে দেওয়া হল 4 ঘণ্টা ।

ফুল ও মিষ্টির দোকান খোলা নিয়ে প্রথম থেকেই নানা সংশয় দেখা দিয়েছিল । মিষ্টি ও ফুল ব্যবসায়ী সংগঠন পৃথক পৃথক ভাবে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন । তারপরই দোকান খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। লকডাউন যাতে প্রভাব না পড়ে সেজন্য প্রথমে দুপুর 12 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত ফুল ও মিষ্টি দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর আবার এক নির্দেশিকা জারি করা হয় । সময় বাড়িয়ে করা হয় সকাল 8 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত। এরপরই সরব হয়েছিল বিরোধী শিবির । যেখানে রাজ্যের 12টি জেলা রেড জ়োনে সেখানে কীভাবে এই নির্দেশ দেওয়া হয়, তা নিয়ে মমতা আক্রমণ করেছিলেন BJP নেতা বাবুল সুপ্রিয় । তিনি বলেছিলেন, "ফুল ও মিষ্টির দোকান খোলার সিদ্ধান্ত রাজ্যে বড় বিপদ ডেকে আনবে।"

এরমাঝেই আজ ফের কেন্দ্র চিঠি পাঠায় নবান্নে । চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে রাজ্যের কোনও কোনও জায়গায় লকডাউন না মানার কারণ হচ্ছে ফুল মিষ্টির দোকান খুলে রাখা। এরপর আজ বিকেলে আবার বৈঠক হয় । সিদ্ধান্ত হয়, বেলা 12 টা থেকে 4 টে পর্যন্ত মাত্র 4 ঘন্টার জন্য খোলা থাকবে ফুল ও মিষ্টির দোকান। তাহলে কি কেন্দ্রের ওই চিঠি পাওয়ার পরই রাজ্য ফুল ও মিষ্টি দোকান খোলার সময় কমাল ? ইতিমধ্যেই এনিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিরোধী শিবিরে ।

ABOUT THE AUTHOR

...view details